আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের কুম্ভমেলায় অংশ নিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন 'আইআইটি বাবা’।  আসল নাম অভয় সিং। আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা পর আধ্যাত্মিকতার টানে সন্ন্যাস গ্রহণ করেন। অল্প কিছুদিনেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। মহাকুম্ভ মেলার জুনা আখারার ১৬তম মাদি আশ্রমে থাকছিলেন তিনি। কিন্তু সেখান থেকে বহিষ্কার করা হয়েছে অভয়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আশ্রমের শৃঙ্খলাভঙ্গ করেছেন। গুরু মহন্ত সোমেশ্বর পুরীরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ।

জুনা আখড়ার একজন সদস্য বলেছেন যে অভয় তাঁদের সঙ্গে যুক্ত নন। তিনি আরও বলেন, ''অভয় আমাদের অপমান করছিলেন। তিনি একজন ভবঘুরে, সাধু ছিলেন না। টিভিতে যা খুশি বলতেন। তাই তাঁকে বার করে দেওয়া হয়েছে। তিনি কারও শিষ্যও ছিলেন না।"

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভয়। তিনি বলেন, ''তাঁরা ভাবছেন আমি বিখ্যাত হয়ে গেছি এবং আমি তাঁদের সম্পর্কে গোপন তথ্য প্রকাশ করে দিতে পারি। তাই তাঁরা দাবি করছেন যে আমি গোপন ধ্যানের জন্য গিয়েছিলাম। ওঁনারা আজেবাজে কথা বলছেন।"