আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় চলতে ফিরতে অটো, ক্যাব থাকে। কেউ অটো চড়ে যাতায়াত করেন কেউ আবার ক্যাবে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। রাস্তায় প্রতিনিয়ত কত ক্যাব চলে সে বিষয়ে কোনও ধারণা রয়েছে? সম্প্রতি বেঙ্গালুরু শহরাঞ্চলে এরকম ক্যাব চালকের সংখ্যা প্রকাশ্যে এসেছে। সংখ্যাটা এক কোটিরও বেশি। এই রিপোর্ট প্রকাশিত হয়েছে গত ১৮ জানুয়ারি।
ক্যাব চালকের সংখ্যা কত তা কোম্পানির ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। সরকার-সমর্থিত ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সে পরিচালিত ওলা এবং উবের ব্যবহারকারীরা এখনও পর্যন্ত ৫.৮ লক্ষ চালকের সাহায্যে ৭.৪৯ কোটি ট্রিপ সম্পন্ন করেছে। প্রকাশিত তথ্য আরও চাঞ্চল্যকর বিষয় সামনে এনেছে। সেই তথ্য অনুসারে, চালকদের মোট আয় এখন পর্যন্ত প্রায় ১,২০০ কোটি টাকা ছাড়িয়েছে। হিসেব বলছে, শুধু ১৭ জানুয়ারী এই একদিনেই প্রায় তিন কোটি টাকা ছাড়িয়েছে চালকদের আয়।
ক্যাব চালকদের এই যাত্রী পরিষেবার নাম নম্মো যাত্রী। যা ২০২২ সালের নভেম্বরে বেঙ্গালুরু থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে ভুবনেশ্বর এবং আসানসোলের মতো শহরে এগুলো ছড়িয়ে পড়েছে।
একটা হিসেব বলছে, সাড়ে ছয় কোটি ট্রিপ হয়েছে শুধু বেঙ্গালুরু থেকেই। অন্যদিকে কলকাতা ছিল দ্বিতীয় স্থানে, যেখানে প্রায় ৭২ লক্ষ ট্রিপ হয়েছে। অন্যান্য শহরগুলোর দিকে চোখ রাখলে বোঝা যাবে, মাইসোর, কোচি এবং চেন্নাইতে তিন লক্ষেরও বেশি ট্রিপ সম্পন্ন হয়েছে।
