নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ঈদে আসছে টানটান রহস্য-রোমাঞ্চ  ছবি ‘মহরৎ’।  সিনেমা ইন্ডাস্ট্রির নানান বিষয়কে উপজীব্য করে ছবি তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। এবারে  ‘মহরৎ’ এর সঙ্গে জুড়ল আরও এক তারকার নাম। রূপম ইসলাম। 

 

এই ছবিতে শোনা যাবে রুপমের গাওয়া গান। রবিবার হয়ে গেল কলকাতার এক স্টুডিওতে গানের রেকর্ডিং। ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে নবাগত মীর, এবং ঋত্বিকা সেন-কে। পর্দায় এই প্রথম জুটিতে আসছেন মীর-ঋত্বিকা। অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষকে।

 

রেকর্ডিং শেষে রূপম ইসলাম জানালেন, ছবির টাইটেল ট্র্যািক-টি গেয়েছেন তিনি। শিল্পীর দাবি, শ্রোতাদের জন্য গানে রয়েছে একাধিক চমক। রূপমের কথায়, “গানের প্রতিটি লাইনে জীবনের কাহিনি বলা হয়েছে। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে এই গান।”  ‘মহরৎ’ ছবির সুর পরিচালনার দায়িত্ব সামলেছেন মসিউর রহমান। ছবির আবহসঙ্গীত করেছেন সমিধ মুখার্জি। চিত্রনাট্য অনুভব ঘোষের। চলতি বছরেই সেলিনা খাতুনের প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

 

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখোপাধ্যায় ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখোপাধ্যায়। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তনন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার নায়ক সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। প্রকৃত খুনি কে? তারই রহস্য উন্মোচন ছবির প্রতিটি দৃশ্যে। ছবিতে সংবাদমাধ্যমকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে পেশ করা হয়েছে।

ছবির অভিনেতা মীরের কথায়, “এই প্রথম বড়পর্দায় কোনও মুখ্যচরিত্রে অভিনয় করছি। অনেকটা দ্বায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেক প্রস্তুতি নিয়েছিলাম পর্দায় এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য। আশা করছি, দর্শক নিরাশ হবেন না।”