আজকাল ওয়েবডেস্ক: এক বছরেরও বেশি সময় পর ফের জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতের নির্ভরযোগ্য পেসার মহম্মদ সামি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোয়াইট-বল সিরিজে নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে তাঁকে। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেন অজিত আগরকার এবং রোহিত শর্মা। ভারতের ১৫ সদস্যের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সামিকে। সামির অন্তর্ভুক্তি প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘সামি হোয়াইট-বল ক্রিকেটের একজন অভিজ্ঞ স্তম্ভ। গত বিশ্বকাপে সামি যা পারফরম্যান্স করেছে তা দারুণ দেখার মতো ছিল। সবাইকে খুশি করা যায় না, তবে সবার পরিস্থিতি বিচার করে সেরা দল এবং স্কোয়াড গঠন করাই আমাদের লক্ষ্য’।

 

তবে মাঝে জল্পনা উঠেছিল রোহিত এবং সামির মধ্যে ভারতীয় ড্রেসিংরুমে তর্কাতর্কি হয়। সামি স্কোয়াডে ছিলেন না। তিনি ড্রেসিংরুমে যেতে চেয়েছিলেন। কিন্তু রোহিত শর্মা তাঁকে ঢুকতে দেননি বলে অভিযোগ ওঠে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সামির যে প্রশংসা শোনা গেল রোহিতের গলা তাতে একটা ব্যাপার স্পষ্ট যে ঘোষিত দলে সবার সঙ্গে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার জানান, বর্ডার-গাভাসকার ট্রফিতে সামিকে অন্তর্ভুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল।

 

তবে, হাঁটুর সমস্যার কারণে সামি পাঁচ দিনের টেস্ট ফরম্যাটে খেলতে পারেননি। আগরকার আত্মবিশ্বাসী, হোয়াইট-বল ক্রিকেটে সামির ফিটনেস কোনও সমস্যার কারণ হবে না। তিনি বলেন, ‘সামি সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফির বেশ কিছু ম্যাচ খেলেছেন। যেহেতু জসপ্রীত বুমরাকে নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তাই সামি যদি ফিট থাকেন এবং নিয়মিত খেলেন, তাহলে তার অভিজ্ঞতা এবং দক্ষতা দলের জন্য ভাল হবে। আমরা আশা করছি, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে সামি ভাল পারফরম্যান্স করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠবে’।