আজকাল ওয়েবডেস্ক: সংসারে বহু চেষ্টার পরও কিছুতেই আসছে না অর্থকড়ি? বহু পরিশ্রমের পরও প্রাপ্য টাকা হাতে পাচ্ছেন না? এমন পরিস্থিতিতে অনেকেই পড়ে যান জীবনের কোনও না কোনও সময়ে। জ্যোতিষ টোটকার মতে এই সমস্ত সমস্যার সহজ সমাধান লুকিয়ে রয়েছে কেশরে। বাড়িতে কেশর যদি সঠিকভাবে রাখা যায়, তাহলে আর্থিক দুর্গতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

 

আর্থিক জটিলতা দূর করতে ফটিকিরির টোটকাও পালন করতে পারেন। এক্ষেত্রে ৪০০ গ্রাম ফটকিরি প্রয়োজন। এবার এই ফটকিরি একটি কালো রঙের কাপড়ে মুড়ে নিন। আপনি আপনার ব্যবসার স্থানে কিংবা অফিসে এই ফটকিরি লাগাতে পারেন। অফিস কিংবা ব্যবসার স্থানের প্রবেশ দ্বারের ভিতর দিকে একটি পেরেক পুঁতে এই কালো কাপড় ঝুলিয়ে দিন। শনিবার এই কাপড়া টাঙান। আর প্রতি শনিবার কিংবা দিওয়ালির মতো শুভ দিনে কাপড় বদল করতে পারেন। এতে সকল আর্থিক জটিলতা দূর হবে।

 

শুকনো লঙ্কা, হলুদ সর্ষে ও নুন একটি লাল কাপড়ে নিয়ে বেঁধে রাখুন। শনিবার সন্ধেবেলায় এই কাজটি করতে হবে। তারপর বাড়ির প্রতিটি কোণায় ওই পুঁটলিটি ছুঁয়ে সবার চোখের আড়ালে রেখে দিন। পরের দিন অর্থাৎ রবিবার সন্ধেবেলায় কোনও চার রাস্তার মোড়ে গিয়ে ফেলে আসুন লাল পুঁটলিটি। আপনার আর্থিক সমৃদ্ধি হু হু করে বাড়বে।