আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে ভারত। শুভমান গিলকে সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে। আর এতে অনেকের চোখ কপালে ওঠার জোগাড়। বিরাট কোহলি, বুমরা থাকতে গিলকে স অধিনায়ক কেন করা হল? প্রাক্তন পাক তারকা বাসিত আলি সহ অধিনায়ক হিসেবে গিলের নাম দেখে বছেন, সারপ্রাইজ..সারপ্রাইজ..সারপ্রাইজ। 

মুখ্য নির্বাচক অজিত আগরকর  আলো ফেলেছেন তাঁদের সিদ্ধান্তের উপরে। আগরকরকে বলতে শোনা গিয়েছে, ''শ্রীলঙ্কাতেও গিল ভাইস ক্যাপ্টেন ছিল। সব সময়ে নেতা  খোঁজার দিকে নজর রাখতে হবে। যদিও আমি এটা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করি না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড্রেসিং রুম থেকে বার্তা আসার পরেই।'' 

২৫   বছর বয়সেই শুভমান গিল পরবর্তী বড় বিষয় ভারতীয় ক্রিকেটে। ওয়ানডে-তে ২৩২৮ রান সংগ্রহ করেছেন ইতিমধ্য়েই। গিলের মধ্যে সহজাত নেতৃত্বের গুণ দেখেছেন নির্বাচকরা। সেই কারণেই রোহিতের ডেপুটি হিসেবে চ্যম্পিয়ন্স ট্রফিতে তাঁকেই ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। 

ভারতীয় দল:‌ রোহিত শর্মা (‌অধিনায়ক)‌, শুভমান গিল (‌সহ অধিনায়ক)‌, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল।