আজকাল ওয়েবডেস্ক: ইহুদি হটাও রব তুলে দিনের পর দিন নাৎসি অত্যাচার। কনসেনট্রেশন ক্যাম্প। অ্যাডলফ হিটলার জমানা দেখেছে সবকিছু। কিন্তু ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন হিটলার? চমকপ্রদ সব তথ্য উঠে এল তাঁর ব্রিটিশ বান্ধবী ইউনিটি মিটফোর্ডের ডায়েরি থেকে। ৮০ বছর আগে হারিয়ে গিয়েছিল সেই ডায়েরি। এত দিন জনসমক্ষে এল সেই নথি।
একটি ইংরেজি সংবাদমাধ্যমের হাতে আসা সেই ডায়েরিতে জানা গিয়েছে, ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ১৩৯ বার দেখা হয়েছিল দু'জনের। নাৎসি ভক্ত ছিলেন মিটফোর্ড। ডায়েরির পাতায় বর্ণনা লিখতে গিয়ে হিটলারকে বহুবার 'তুমি' বা 'সে' বলে সম্বোধন করা হয়েছে।
১৯৩৩ সালে হিটলারকে প্রথমবার দেখার পর অভিভূত হয়ে পড়েছিলেন মিটফোর্ড। তাঁকে 'হিরো' মনে করতেন। তাঁর সঙ্গে হিটলারের প্রথমবার ব্যক্তিগত সাক্ষাৎ হয় নুরেমবার্গের ব়্যালিতে। মিটফোর্ড এরপর জার্মানিতে বসবাস শুরু করেন। হিটলারের আরও কাছে আসার চেষ্টা করেন। সেক্ষেত্রে সফলও হন। তিনি হিটলারকে যতটা চিনতেন আর কোনও ব্রিটিশ নাগরিক ততটা চিনতেন না। তাঁকে 'মিষ্টি' বলেও সম্বোধন করেছেন মিটফোর্ড।
ইংরেজি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডায়েরিটির নাম দেওয়া হয়েছে 'অ্যাডলফ হিটলারের ইংরেজ বান্ধবী'। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী বছরগুলিতে তাঁদের সাক্ষাৎ এবং কথোপকথনের বিবরণ রয়েছে। ডায়েরির লেখাতে স্বৈরাচারি হিটলার এবং তাঁর শাসনব্যবস্থা সম্পর্কে ভয়াবহ তথ্যও রয়েছে। হিটলারের একান্ত গোপনীয় তথ্যও পাওয়া গিয়েছে ডায়েরিতে।
