আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে কুম্ভ মেলা চলছে। দেশ বিদেশ থেকে ভক্ত-পূণ্যার্থী সমাগম প্রয়াগরাজে। মেলা শুরুর আগেই প্রত্যাশা ছিল, এবার আগত পূণ্যার্থী সংখ্যা ছাড়িয়ে যাবে ৪৫কোটি। জানা গেল ইলন মাস্কও নাকি মুগ্ধ কুম্ভ মেলায়, কৌতূহলীও।
শুক্রবার ইলন মাস্ক টেক্সাসে তাঁর স্পেসএক্স স্টারবেস ফেসিলিটিতে ভারতীয় উদ্যোগপতি, শিল্পপতিদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন। মাস্ক বলেন, যে তিনি বিশ্বাস করেন যে ভারত-মার্কিন সম্পর্ক ইতিবাচক, এবং তিনি দুই দেশের মধ্যে একটি উন্নত বাণিজ্য অংশীদারিত্ব নিয়েও কথা বলেন।
ইন্ডিয়া গ্লোবাল ফোরাম (আইজিএফ)-এর নেতৃত্বে ভারতীয় উদ্যোক্তারা, এই সপ্তাহে ব্রিটেনের সদর দপ্তরের সংস্থার অত্যাধুনিক মহাকাশ অনুসন্ধান সুবিধাগুলি ঘুরে দেখেন এবং স্পেসএক্স-এর স্টারশিপ সাত-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখেন। সেখানেই ভারতীয় শিল্পপতি-উদ্যোক্তাদের সঙ্গে আলাপচারিতা সারেন মাস্ক।
ওয়ো-র প্রতিষ্ঠাতা এবং সংস্থার সিইও, রীতেশ আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইলন মাস্ক কুম্ভমেলা নিয়ে একপ্রকার মুগ্ধ। অমিশ ত্রিপাঠী জানিয়েছেন, কুম্ভ মেলার আমন্ত্রণও পেয়েছিলেন মাস্ক। মাস্কের সঙ্গে যেমন তাঁর অর্থনীতি, সমাজ, ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করেছেন, তেমনই আলোচনা হয়েছে আধ্যাত্মিকতা, চেতনা নিয়েও। সেখানকার নিরামিষ খাবারের প্রশংসাও করেছেন তাঁরা। সঙ্গেই জানা গিয়েছে, স্পেসএক্স চপস্টিক উপহার দেওয়া হয়েছে সকলকে।
