সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহারের প্রথম ছত্র পেশ করল বিজেপি। দলের সভাপতি জে পি নড্ডা শুক্রবার প্রকাশ করলেন সেই 'সংকল্প পত্র'। ইস্তেহারে দেখা গেল মহিলা ভোট পকেটে ভরতে আমি আদমি পার্টি (আপ)-র পর লড়াইয়ে নামল বিজেপিও। নড্ডা জানালেন, দিল্লিতে ক্ষমতায় আসলে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু করে প্রতি মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এর পাশাপাশি, গরিব মহিলাদের গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দোল এবং দীপাবলীতে বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে ইস্তাহারে। বয়স্ক নাগরিকদের পেনশন বৃদ্ধির কথাও বলা হয়েছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে নড্ডা বলেন, ''বর্তমান সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে, তা বিজেপি সরকার এলেও চালু থাকবে। আপ-এর সমস্ত দুর্নীতি মুছে ফেলা হবে। ২০১৪ সালে আমরা ৫০০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম এর মধ্যে ৪৯৯টি পূরণ করা হয়েছে। ২০১৯ সালে ২৩৫টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২২৫টি পূরণ করেছি। বাকিগুলিও পূরণ হওয়ার পথে। মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিয়ে নড্ডা বলেন, ''মহিলারা সর্বদা আমাদের অগ্রাধিকার। উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচালয় তৈরি করা হয়েছে। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে মাসিক সাম্মানিক দেওয়া হচ্ছে মহিলাদের।''
মোদীর দলের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করা হয়েছে-
• মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা সাম্মানিক।
• গরিব মহিলাদের গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি।
• দোল এবং দীপাবলিতে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে।
• প্রবীণ নাগরিকদের জন্য ২৫০০ থেকে ৩০০০ টাকা মাসিক অনুদান
• ‘আয়ুষ্মান ভারত’ কর্মসূচির মাধ্যমে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা
• প্রসূতিদের এককালীন ২১ হাজার টাকা অর্থসাহায্য এবং ৬টি পুষ্টি কিট।
•‘অটল ক্যান্টিন’ চালু করে পাঁচ টাকায় পুষ্টিকর খাদ্যবিলি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। সেই প্রকল্পে ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও মহিলাকে ৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হত। ২০২৪-এর লোকসভা ভোটের আগে সেই পরিমাণ বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়। বর্তমানে দিল্লির ক্ষমতাসীন সরকার আপ 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১০০০ টাকা অনুদান দিয়ে থাকে। তারা প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে টাকার পরিমাণ বৃদ্ধি করে ২১০০ টাকা করা হবে। কংগ্রেস ঘোষণা করেছে ক্ষমতায় এলে ২৫০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। এ বার বিজেপিও সেই একই প্রতিশ্রুতি দিল। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় দিল্লি বিধানসভার ৭০টি আসনেই ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।
নানান খবর
নানান খবর

সংবিধানের ১৫টি গুরুত্বপূর্ণ ধারা, যা প্রত্যেক ভারতীয়ের জানা দরকার

চরম গরমে বিপর্যস্ত দিল্লির অসংগঠিত শ্রমিকরা, বিশেষজ্ঞদের জরুরি পদক্ষেপের আহ্বান

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব