আজকাল ওয়েবডেস্ক: গুণের কোনও বয়স হয় না, প্রতিভার কোনও বয়স হয় না। সেকথাই আবার প্রমাণ করল পাঁচ বছরের খুদে। উত্তরপ্রদেশের মোরদাবাদের জায়ান সিরাজ। তার প্রতিভা তাক লাগিয়েছে গোটা দেশে।

কী এমন করল খুদে এই বয়সেই, যাতে জায়গা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ? পাঁচ বছর দু’ মাস ১৭ দিনের জায়ান দু মিনিট ১৪ সেকেন্ডে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতিপ্রাপ্ত ১৯৫টি দেশের নাম মুখস্থ বলতে পারে গড়গড়িয়ে। 

জুহি আহমেদ এবং সিরাজ আহমেদের সন্তান জায়ান ২০১৯ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করে। মোরদাবাদের শহরের সিভিল লাইনস এলাকায় অবস্থিত ইউরো কিডসের ইউরো জুনিয়র ক্লাসের ছাত্র সে। 

ছেলে এই বয়সেই দেশে রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত বাবা-মা। কী জানাচ্ছেন তাঁরা? বলছেন, জায়ান যে কোনও বিষয়ে সবসময়ই কৌতূহলী। চার বছর বয়সেই সে বিশ্বের ১৯৫টি দেশের নাম পুরোপুরি মুখস্থ করে ফেলেছিল। জায়ানের বাবা-মা বলেন, ছেলে বরাবরই নতুন নতুন তথ্য সংগ্রহ করে, নতুন তথ্যের সন্ধানে মোবাইল ফোনও ব্যবহার করে। 

গত বছরের  শেষ দিকেই তার প্রতিভার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম উঠেছিল তার। ছোট্ট জায়ানের জন্য পরিবার তো বটেই, গর্বিত তার স্কুলের সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা, পাড়া-প্রতিবেশীরাও।