আজকাল ওয়েবডেস্ক: ষাঁড় নিয়ে খেলা চলছিল তামিলনাড়ুতে। এর মধ্যেই বাঁধল বিপত্তি। হুটোপুটিতে ছয়জন মারা যান এবং চারশ জনেরও বেশি মানুষ আহত হন। 

 

 

স্থানীয় ভাষায় ষাঁড় নিয়ে এই খেলার নাম সিরাভায়াল মুঞ্জুভিরাট্টু। জানা গিয়েছে, সে রাজ্যের শিবগঙ্গা জেলায় এই খেলা চলাকালীন একটি ষাঁড়ের আঘাতে এক ব্যক্তি নিহত হন। অন্যদিকে মাদুরাইয়ের আলঙ্গানাল্লুর জাল্লিকাট্টুতে আরও একটি ষাঁড়ের গুঁতোয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

 

অন্যদিকে কৃষ্ণগিরি এলাকার বাতাসাপল্লীতে অপর এক ব্যক্তির মৃত্যু ঘটেছে ষাঁড়ের গুঁতোয়। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। এছাড়া, সেন্থরাপত্তি এলাকায় ৪৫ বছরের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন ষাঁড়ের তাণ্ডবে। পুডুকোট্টাই, কারুর এবং ত্রিচি জেলা জুড়ে অনুষ্ঠিত জাল্লিকাট্টু অনুষ্ঠানে মোট ১৫৬ জন আহত হন। সিরাভায়াল অনুষ্ঠানে দেবকোট্টাইয়ের ৪২ বছর বয়সী এস. সুব্বাইয়া মারাত্মকভাবে আহত হন। আলঙ্গানাল্লুর জাল্লিকাট্টু এলাকায় ১৭ জন ষাঁড়ের মালিক এবং ৩৩ জন দর্শক-সহ মোট ৭৬জন আহত হন। মেট্টুপট্টির ৫৬ বছর বয়সী পি. পেরিয়াসামি নামে এক ব্যক্তি আহত হন। তিনি এদিন দর্শক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

প্রসঙ্গত, পুডুকোট্টাই জেলার ভান্নিয়ান বিদুথিতে একটি জাল্লিকাট্টু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন মন্ত্রী শিবা ভি. মায়ানাথন। এই প্রতিযোগিতায় মোট ৬৩৮টি ষাঁড় অংশগ্রহণ করে। সেখানেও ৩৮ জন আহত হন। ঘটনাস্থলে উপস্থিত ছিল মেডিকেল টিম। সেখানে প্রাথমিকভাবে আহতদের চিকিৎসার সুবিধা দেওয়া হয়।  

 

 

অন্যদিকে, ত্রিচিতে, ভালানাদুর কাছে আভারাঙ্গাডুতে একটি জাল্লিকাট্টু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে মোট ৫৯০টি ষাঁড় অংশ নেয়। এই প্রতিযোগিতায় মোট ৫৬ জন আহত হন, যার মধ্যে ২৫ জন ছিলেন দর্শক এবং বাকিরা ষাঁড়ের মালিক ছিলেন।