আজকাল ওয়েবডেস্ক: একটা কলার দাম ১০০ টাকা। বিদেশি এক ব্যক্তির থেকে চড়া দাম চেয়ে ভাইরাল হায়দ্রাবাদের এক বিক্রেতা। অবাক স্কটিশ ওই পর্যটকও। বিদেশি দেখেই কি এই হারে দাম চেয়েছেন বিক্রেতা? তা নিয়েই নানা প্রশ্ন। অনেকেই বলেছেন, চড়া জিএসটি-র কারণেই এত বেশি দাম একটা কলার। কিন্তু, এই জিএসটি বলতে কী বোঝায়?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্কটল্যান্ড থেকে ভারতে ঘুরতে এসেছেন হিউ। ভিডিওটি ইনস্টাগ্রামে তিনিই শেয়ার করেছেন। ভারত-সহ এশিয়ার নানা প্রান্ত ঘুরে ঘুরে স্থানীয় খাবার খাচ্ছেন তিনি। কথা বলছেন ফুটপাতের সব বিক্রেতাদের সঙ্গে। শিখেছেন খুব স্বল্প হিন্দি। হালে ওই পর্যটক গিয়েছিলেন নিজামের শহর হায়দ্রাবাদে। সেখানে গিয়ে অবাক তিনি। এক কলা বিক্রেতার থেকে একটি কলার দাম জানতে চেয়েছিলেন হিউ। তারপরই হতভম্ব হয়ে যান তিনি।
একটি কলার দাম ১০০ টাকা বলে সাফ জানিয়ে দেন ওই বিক্রেতা। যা শুনে ফের দাম জিজ্ঞাসা করেন স্কটিশ ওই পর্যটক। একই জবাব মেলে বিক্রেতার থেকে। শেষপর্যন্ত তাঁকে ঠকানো হচ্ছে বুঝতে পেরে আর কলা কেনেননি হিউ।
