আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হলেন প্যারিসে অলিম্পিক পদকজয়ী মনু ভাকের, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গুকেশ দোম্মারাজু, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার। এদিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে এই বিশেষ সম্মান গ্রহণ করেন তাঁরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ক্রীড়ামন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাথলিটদের নাম ঘোষণা করা হয়। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাথলিটদের এই পুরস্কারে সম্মানিত করে থাকে দেশ। শুক্রবার, রাষ্ট্রপতি ভবনে ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে খেল রত্ন অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারে অ্যাথলিটদের সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি।

 

ভারতের তরুণ শুটার মনু ভাকের গত প্যারিস অলিম্পিকে ভারতের সেরা পারফর্মার ছিলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থান অধিকার করে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন তিনি। সর্বজ্যোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টেও ব্রোঞ্জ আনেন মনু। পাশাপাশি, চিনের ডিং লিরেনকে পরাজিত করে ১৮ বছর বয়সে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ দোম্মারাজু।। তিনি বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী দলের অংশ ছিলেন। প্যারিস অলিম্পিকে তাঁর নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে।

 

?ref_src=twsrc%5Etfw">January 17, 2025

অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় পুরুষ হকি দলের খেলোয়াড় জারমানপ্রীত সিং, সঞ্জয়, অভিষেক, সুখজিৎ সিং এবং মহিলাদের হকি দলের অধিনায়ক সলিমা টেটে, ভারতীয় দাবাড়ু ভান্তিকা আগরওয়াল ও অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি। প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন সরজেরাও খিলারি, ধর্মবীর, প্রণব সুরমা, হোকাটো সেমাকেও সম্মানিত করা হয়েছে অর্জুন পুরস্কারে। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে, সর্বজ্যোৎ সিং এবং প্যারা-অলিম্পিয়ান শুটার মোনা আগরওয়াল ও রুবিনা ফ্রান্সিসও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও, প্রাক্তন ডেম্পো এফসি ও ইস্ট বেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোকে সম্মানিত করা হয়েছে দ্রোণাচার্য পুরস্কারে।