আজকাল ওয়েবডেস্ক: অবাক করা কাণ্ড, ভয়ঙ্কর, নাকি মহা-নাটক, কী বলা যায় উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনাকে? সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির বোনেটে ঝুলছেন এক ব্যক্তি। আর গাড়ি ভিতরে বসে ওই ব্যক্তির স্ত্রীর ও তাঁর প্রেমিক! গাড়ি চালাচ্ছেন ওই প্রেমিকই।
এ ভাবেই চলন্ত হুন্ডাই ওউরা এগিয়ে গেল প্রায় কয়েক কিলোমিটার। পুলিশ জানিয়েছে, তাজ্জব এই দৃশ্য দেখে গাড়িটিকে বাধা দেয় এক যুবক। তখন দরজা খুলেই প্রেমিক ব্যক্তিটি চালকের আসন থেকে নেমে ওই যুবককে ধাক্কা মারেন। চম্পদ দেন বোনেটে ঝুলতে থাকা ব্যক্তির স্ত্রীর সঙ্গে।
Husband on car bonnet video viral Moradabad pic.twitter.com/eAb5Nv8grn
— Rakesh Choudhary (@rakeshc1994)Tweet by @rakeshc1994
পুলিশের দাবি, "ঘটনার তদন্ত চলছে। বনেটে থাকা ব্যক্তিটির নাম সমীর। চালক ছিলেন মাহির, যিনি তার স্ত্রীকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন। আমরা মামলাটি নথিভুক্ত করেছি।"
