আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনে রিয়াল বেটিসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মুগ্ধ করলেন তরুণ বার্সা তারকা লামিন ইয়ামাল। লা মাসিয়া থেকে উঠে আসা এই তারকা আবারও নজর কাড়লেন বার্সার হয়ে। বার্সা ৫-১ ব্যবধানে রিয়াল বেটিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা প্রাধান্য বিস্তার করে। খেলা শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে গাভি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। ২৭ মিনিটে কুন্দে বেটিসের ডি-বক্সে পাওয়া একটি পাস থেকে জোরালো শটে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৫৫ মিনিটের মধ্যে কুন্দে ও ইয়ামালের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
This kid’s pretty good pic.twitter.com/G1p0JxIqvv
— FC Barcelona (@FCBarcelona)Tweet by @FCBarcelona
৫৮ মিনিটে ইয়ামালের শুরু করা একটি কাউন্টার অ্যাটাক থেকে রাফিনহা ম্যাচের তিন নম্বর গোল করেন। সাবস্টিউট হিসেবে নামা ফেরান তোরেস ৬৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন এবং ৭৬ মিনিটে আরেকটি দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে লামিন ইয়ামাল দলকে পঞ্চম গোল উপহার দেন। তবে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে রিয়াল বেটিস। লামিন ইয়ামাল গোটা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। পুরো ম্যাচে ৪৬টি টাচ, ৩টি মূল্যবান পাস, ৭টি ড্রিবল প্রচেষ্টার মধ্যে ৫টিতে সফল হন। বার্সেলোনার এই দুর্দান্ত জয়ে এবং লামিন ইয়ামালের অসাধারণ পারফরম্যান্সে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।
