সংবাদসংস্থা মুম্বই: বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে চড়াও হয়েছিল একদল দুষ্কৃতী। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে, এমনই জানা গিয়েছে। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত।
জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সইফ আলি খানের শরীর থেকে বের করা হয়েছে ভাঙা ছুরির অংশ। এখন কেমন আছেন সইফ? বলি-তারকার টিমের তরফে পেশ করা হয়েছে একটি বিবৃতি। তাতে জানানো হয়েছে অস্ত্রোপচার শেষ হয়েছে। বিপদ কেটেছে সইফের। এইমুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।
বাবার এই কঠিন পরিস্থিতির খবর শুনে মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খান পৌঁছেছেন হাসপাতালে। কিন্তু তাঁদের সঙ্গে দেখা যায়নি তাঁদের মা, অর্থাৎ সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংকে। ঠিক কী কারণে তিনি হাসপাতালে পৌঁছননি তা যদিও জানা যায়নি। এদিকে দুই ছেলেমেয়ের সঙ্গে দারুণ সম্পর্ক সইফের। কিন্তু প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আর সদ্ভাব নেই অভিনেতার। সেই কারণেই কী সইফকে দেখতে এলেন না অমৃতা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
