আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতার পর শুধুমাত্র প্লেয়ারদের পারফরম্যান্স নিয়েই কাটাছেঁড়া হয়নি, সাপোর্ট স্টাফের দিকেও আঙুল উঠেছে। বিশেষ করে ব্যাটিং কোচের দিকে। অভিষেক নায়ারের অবদান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন ব্যাটিং কোচ নেওয়ায় ভাবনা-চিন্তা চলছে। কোচিং স্টাফ আরও শক্তিশালী করতে চাইছেন বোর্ড কর্তারা। তবে সবটাই আলোচনার পর্যায়। এখনও কিছু নির্দিষ্ট হয়নি। ঘরোয়া ক্রিকেটে সফল এমন কয়েকজনের নাম উঠে আসছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি। গৌতম গম্ভীরের কোচিং স্টাফে রয়েছেন মর্নি মরকেল, অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে এবং টি দিলীপ। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের পর সমালোচনা হচ্ছে কোচিং স্টাফের পারফরম্যান্স নিয়েও। বিশেষ করে বিরাট কোহলি আট ইনিংসে একইভাবে আউট হওয়ায়। 

১১ জানুয়ারি মুম্বইয়ে রিভিউ মিটিংয়ে এই বিষয়টি তুলে ধরা হয়। পরিস্থিতি অনুযায়ী, গম্ভীরের সাপোর্ট স্টাফে আরও কয়েকজনকে জুড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত বোর্ড কর্তা থেকে নির্বাচকরা। এদের একটানা ব্যর্থতাই ব্যাটিং কোচ নিয়ে প্রশ্ন তুলছে। সেই কারণেই নতুন কোচের কথা ভাবা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে ব্যাটিং কোচিং স্টাফ আরও শক্তিশালী করার প্রস্তাব আসছে। ইতিমধ্যেই সিনিয়ার প্লেয়ারদের সঙ্গে অভিষেক নায়ারকে নিয়ে কথা বলেন বোর্ড কর্তা এবং নির্বাচকরা। তিনি দলকে কতটা সাহায্য করতে পারছে জানতে চাওয়া হয়। শুধুমাত্র নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের ভিত্তিতে কারোর ওপর কোপ না পড়লেও, গম্ভীরের কোচিং স্টাফে আরও একজন বা দু'জনকে জুড়ে দেওয়া হতে পারে।