আজকাল ওয়েবডেস্ক: টুকটুকে ফর্সা চেহারা। মাথার সব পক্ককেশ। পথচলতি মানুষ আচমকা থেমে দাঁড়িয়ে পড়ছেন তাঁকে একঝলক দেখার জন্য। সকলেই অবাক ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে কী করছেন! কাছে গেলে ভাঙছে ভুল। আমেরিকার হবু প্রেসিডেন্টের সঙ্গে চেহারার অনেকটা মিল রয়েছে সেলিম বাগ্গা। এর ফলে রাতারাতি ভাইরাল তিনি।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলার একটি বাজারে ক্ষীর বিক্রি করেন ৫৩ বছর বয়সী সেলিম। ট্রাম্পের সঙ্গে তাঁর চেহারার অদ্ভুত মিল এবং তাঁর গানের গলা আকর্ষণ করছে অনেক খদ্দেরকে। মহম্মদ ইয়াসিন সেলিমের দোকানের রোজকার খদ্দের। তিনি বলেন, ''মাঝেমধ্যে মনে হয় ট্রাম্প ক্ষীর বিক্রি করছেন। বাড়ির সামনে এসে গান ধরলেই আমরা ক্ষীর খেতে চলে আসি।''

?ref_src=twsrc%5Etfw">January 1, 2024

অ্যালবিনিজমের ফলে তাঁর গায়ের রঙ অদ্ভুত সাদা। এবং চুলের রঙও সাদা। মুখের গড়ন ট্রাম্পের মতো হওয়ায় বাজারে বিশাল খ্যাতি তাঁর। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন। স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বলেন, "তাঁর ক্ষীর সত্যিই সুস্বাদু। আমরা তাঁর সাথে কথা বলি এবং তাঁর সাথে সেলফি তুলি। আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সাথে এই ছবিগুলি তুলেছি।" প্রবল খ্যাতিতেও অপ্রস্তুত হন না সেলিম। তিনি বলেন, ''লোকে বলে আমি ট্রাম্পের মতো দেখতে। আমার সঙ্গে ছবি তোলেন। ভালই লাগে।'' আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ''ডোনাল্ড ট্রাম্প স্যর, আপনি নির্বাচনে জিতে গিয়েছেন। একবার পাকিস্তানে আসুন, আমার তৈরি ক্ষীর খেয়ে যান। আপনার ভাল লাগবে'।'