আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, নিয়মিত খেলার সুযোগ পান। কিন্তু গৌতম গম্ভীর, অজিত আগরকার জমানায় হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা পাননি শিবম দুবে। ভারতীয় অলরাউন্ডারের বাদ পড়া প্রসঙ্গে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া। বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দলে ছিলেন। কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সফরের দলে রাখা হয়নি তাঁকে। নিজের ইউ টিউব চ্যানেলে সেই নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

আকাশ চোপড়া বলেন, 'শিবম দুবের কী হয়েছে? আমি ঋতুরাজকে নিয়েও কথা বলতে চাই। কিন্তু ও নিজের জায়গা করতে পারেনি। রজত পাতিদারও আছে। দুবে টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিল। দল জিতলে, সেই কৃতিত্ব সকলের পাওয়া উচিত। ফাইনালে যথেষ্ট ভাল খেলেছিল। তার আগে অবশ্যই ওর ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠে। তারপর ভাল খেলে টি-২০ চ্যাম্পিয়ন হয়।' হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত হিসেবে নীতিশ কুমার রেড্ডিকে তৈরি করতে চাইছে নির্বাচকরা। তাসত্ত্বেও চোপড়া মনে করেন, জাতীয় দলে আরও সুযোগ পাওয়া উচিত শিবমের। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালের পর।

আকাশ বলেন, 'দুটো সিরিজের পর ওর হালকা চোট ছিল। খুব বেশি সুযোগও পায়নি। এখন দলের বাইরে। কেউ ওর ব্যাপারে কথাও বলছে না। রিয়ান পরাগের চোট আছে বলে ওকে নিয়ে কোনও কথা উঠছে না। কিন্তু দুবেকে নিয়েও কেউ কোনও কথা বলেছে না। হঠাৎ করেই হাওয়া হয়ে গিয়েছে।' ভারতের প্রাক্তনী মনে করেন, চোট সারিয়ে সরাসরি দলে ফেরা উচিত ছিল দুবের। চোপড়ার দাবি, তাঁকে বিশ্বকাপের দলে রাখা হলে অনায়াসেই আরও এক, দু'বছর খেলা চালিয়ে যেতে পারেন ভারতীয় অলরাউন্ডার। নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন। জানান, চোট পাওয়া তারকাকে দলে ফেরানো প্রাথমিক লক্ষ্য থাকা উচিত টিম ম্যানেজমেন্টের।