আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজের মাঝপথে রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা হয়েছে। কিন্তু আকস্মিক অবসরের কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রথম তিন টেস্টের মধ্যে মাত্র একটিতে খেলেন অশ্বিন। তারপরই আচমকা অবসর ঘোষণা করেন তারকা স্পিনার। অনেকেই অনেক কারণ দেখান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি জানান, অশ্বিনকে অপমান করা হয়েছিল। প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ মনে করেন, তারকা স্পিনার দুঃখিত হয়ে অবসরের সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ ছিলেন অশ্বিন। অবসরের প্রায় এক মাস পরে মুখ খুললেন তারকা স্পিনার। জানালেন তড়িঘড়ি অবসরের আসল কারণ।
অশ্বিন বলেন, 'আমার ব্রেক দরকার ছিল। আমি সিরিজের মাঝপথে এই সিদ্ধান্ত নিই। তারপর থেকে আমি ক্রিকেট নিয়ে বেশি কথা বলিনি। যদিও সিডনি এবং মেলবোর্ন টেস্টের পর আমি এক্সে কিছু পোস্ট করেছিলাম। আমি অবসর নিয়ে কোনও কথা বলিনি। কারণ আমি ড্রেসিংরুমের অঙ্গ ছিলাম। ড্রেসিংরুমের পবিত্রতা বজায় রাখা আমার কর্তব্য ছিল। ফ্যানদের যুদ্ধ আজকাল খুব বিষাক্ত। কখনও ইচ্ছাকৃতভাবে করা হয়। লোকজন অনেক কিছুই বলছে। তবে তেমন কিছু না। সেই সময় আমার মনে হয়েছিল, আমি নিজের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলেছি। শেষটা আনন্দেরও হতে পারে। এই নিয়ে বেশি ভাবনা-চিন্তা করার প্রয়োজন নেই।'
তড়িঘড়ি অবসর ঘোষণা করায়, কোনও ফেয়ারওয়েল ম্যাচ পাননি অশ্বিন। সাধারণত তারকাদের ক্ষেত্রে ঢাকঢোল বাজিয়ে বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে তাঁরা আগেই অবসরের কথা জানিয়ে দেন। কিন্তু ফেয়ারওয়েল ম্যাচ না পাওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই তারকা ক্রিকেটারের। অশ্বিন বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেয়ারওয়েল ম্যাচের কোনও গুরুত্ব নেই। ভাবুন যদি আমি একটা বিদায়ী টেস্ট পাই, কিন্তু আমার দলে জায়গা পাওয়ার যোগ্যতা না থাকে, সেক্ষেত্রে আমি মোটেই খুশি হব না। আমার ক্রিকেটে দম ছিল। তবে আমার মনে হয় এমন সময় থেমে যাওয়া উচিত যখন সবাই জিজ্ঞেস করবে, কেন ছাড়লে? কেন ছাড়লে না নয়।' ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নিয়ে অনিল কুম্বলের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শেষ করেন রবিচন্দ্রন অশ্বিন।
