আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের রঞ্জি ট্রফির দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জির ম্যাচ খেলবেন শুভমন গিল। কিন্তু নিরুত্তাপ বিরাট কোহলি। দিন তিনেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে কাউন্টি খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু রঞ্জি নিয়ে কোনও মন্তব্য করেননি। দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি এখনও এই বিষয়ে তাঁদের কিছু জানায়নি। ডিডিসিএর এক মুখপাত্র বলেন, 'রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে এখনও বিরাট কোহলি আমাদের কিছু জানায়নি।' বোর্ড একটি নির্দেশিকার মাধ্যমে জানায়, হোম সিরিজ চলাকালীন ঘরোয়া ক্রিকেটে অংশ না নিলে তার যথাযত কারণ দেখাতে হবে। সেটা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা রাজ্য ক্রিকেট সংস্থা খতিয়ে দেখবে।
কোহলি এই বিষয়ে এখনও আগ্রহ প্রকাশ না করলেও, তাঁর সতীর্থ রোহিত শর্মা মঙ্গলবার মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলের প্র্যাকটিসে যোগ দেন। রঞ্জিতে খেলবেন কিনা সেটা এখনও জানানো হয়নি। তবে তাঁর এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। ডিডিসিএর প্রধান অশোক শর্মা জানান, রঞ্জি ট্রফির প্রাথমিক দলে বিরাট কোহলি এবং ঋষভ পন্থের নাম রয়েছে। তবে দু'জনের কেউই খেলবে না। তিনি বলেন, 'বিরাট এবং ঋষভের নাম প্রাথমিক তালিকায় আছে। রঞ্জি ট্রফির শিবিরও চলছে। বিরাটের উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে অনুপ্রেরণা নিয়ে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা। অন্তত যখন সুযোগ পাবে। মুম্বইয়ে সেই সংস্কৃতিটা আছে। ভারতীয় ক্রিকেটাররা ফাঁকা থাকলে রঞ্জির ম্যাচে অংশ নেয়। সেটা নর্থে নেই, বিশেষ করে দিল্লিতে। বিসিসিআইও ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছে। আমার মতে, বিরাট এবং ঋষভের অন্তত একটা ম্যাচ খেলা উচিত। তবে আমার মনে হয় না ওরা খেলবে।' কোনও বড় প্রতিযোগিতার আগে ম্যাচের জন্য তৈরি থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেন গৌতম গম্ভীরও। কিন্তু কর্ণপাত করেননি কোহলি।
