মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আত্মহননের পথ বেছে নিলেন জনপ্রিয় বাংলা রকব্যান্ড ‘ফসিলস’-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলী বিশ্বাস। রবিবার সন্ধ্যায় ‘ফসিলস’ এর এই প্রাক্তন বেসিস্ট-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। চন্দ্রমৌলীর ব্যান্ড 'গোলক'-এর অপর এক সদস্য মহুল চক্রবর্তী তাঁর দেহটি প্রথম দেখতে পান। চন্দ্রমৌলী তাঁকে দেখা করতে বাড়িতে ডেকেছিলেন। তিনিই পুলিশ এবং প্রতিবেশীদের খবর দেন। বাড়িতে চন্দ্রমৌলীর পরিবারের কেউ ছিলেন না সেই সময় পরিবারের কেউ ছিলেন না বাড়িতে। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। মহুল বলেন, “বাড়িতে আসার আগে অনেকবার ফোন করার পরেও চন্দ্রমৌলী ফোন ধরেননি। ওঁর জন্য চিন্তা হতে শুরু হয়। বাড়িতে পৌঁছতেই চন্দ্রমৌলীর ঝুলন্ত দেহ দেখতে পাই।” তারপর থেকেই সমাজমাধ্যম জুড়ে তাঁকে নিয়ে শুরু হয়েছে বিস্তর লেখালিখি। মানসিক স্বাস্থ্য নিয়েও বক্তব্য উঠে এসেছে শিল্পীমহলে। গোটা ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানালেন বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর গায়ক সিদ্ধার্থ ওরফে সিধু, 'ভূমি' ব্যান্ড খ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র রায় এবং 'চন্দ্রবিন্দু'র উপল সেনগুপ্ত।
সিধু বললেন, " মানুষ হিসাবে খুব ভাল ছিল চন্দ্র। শিল্পী হিসাবে তো বটেই। 'ব্যান্ড-এ -মাতরম শো-এর সময় আমরা বিভিন্ন বাংলা ব্যান্ড একসঙ্গে কাজ করেছিলাম। সেই সময়ে খুব বন্ধুত্ব হয়েছিল ওঁর সঙ্গে। খুব উদার মনের ছিল। এই শো-এর থিম সংয়ে ওঁর গিটার প্লে করার কথা থাকলেও ও যখন জানতে পারল আমাদের ক্যাকটাসের বেসিস্ট সন্দীপ বাজাচ্ছিল তৈরি করার জন্য, তখন ও বলল, 'না, না আমি কেন? ও-ই বাজাক না। খুব মিষ্টি ছিল চন্দ্রর জেশ্চার। আর হা হা করে হাসত খুব...ওর চলে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক। আর আত্মহত্যার যে প্রবণতা তা তো সবার থেকে না। কারও কারও থাকে। চন্দ্রর আশেপাশে যারা ছিলেন, থাকতেন তারা যদি সেইসব লক্ষণগুলো বুঝে ওর পাশে দাঁড়াতে পারতেন, তাহলে হয়ত আজ এই দিনটা আসত না। তবে হ্যাঁ, চন্দ্রর বর্তমান যে ব্যান্ড 'গোলক' তার সদস্যদের থেকে অল্প শুনেছিলাম যে ওর কিছু সমস্যা হচ্ছে। ওই ওটুকুই। আর একটা কথা, সমাজমাধ্যমে খুব ঘুরছে যে চন্দ্রর আত্মহত্যার পিছনে, অবসাদের পিছনে বিশেষ কারও কারও দিকে ঘুরিয়ে আঙ্গুল তোলার চেষ্টা চলছে। এটা ঠিক নয়। এটা অন্যায়। এর দায় বর্তানো উচিত গোটা মিউজিক ইন্ডাস্ট্রির উপর। নন-ফিল্ম ক্যাটাগরির মিউজিকের জন্য প্রযোজক কোথায়? কেউ এগিয়ে আসেন কি? তাহলে?"
'ভূমি'খ্যাত সুরজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, " চন্দ্রর কথা বললেই ওর হাসিমুখটাই সবার আগে মনে পড়ে। জোরে, জোরে হাসত, প্রাণখোলা। আড্ডা মারতে ভালবাসত খুব। আমাদের ভূমির বেসিস্ট অভিজিৎ-এর আত্মীয় ছিল চন্দ্র। সেই সূত্রে চন্দ্রর সঙ্গে দেখা-আড্ডা হত। মুদিয়ালির মোড়ে দাঁড়িয়ে প্রচুর আড্ডা মেরেছি, চা খেয়েছি। ভীষণ মিষ্টি একটা ছেলে। আমার থেকে কত ছোট, ভাইয়ের মতো। শেষ ক'বছরে ওর সঙ্গে যোগাযোগ খুব কমে এসেছিল। প্রায় ছিল না।" সামান্য থেমে বিষণ্ণ গলায় সুরজিৎ বলে উঠলেন, " আমাদের এই প্রফেশন তো খুব-অনিশ্চিত। বহুবার চেষ্টা করেছি, আমাদের শিল্পীদের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ শিল্পীদের জন্য যদি কিছু করা যায়। তাঁদের পাশে দাঁড়ানো যায়। একাকিত্বে না ভুগে, অভাবে যেন কেউ নিজেকে না শেষ করে দেয়। কী করে হবে শেষমেশ এটা হবে জানি না। কিন্তু ভীষণভাবে এটার প্রয়োজন। আসলে, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব অদ্ভুত। কখনও মাথায় তুলে রাখে, কখনও দড়াম করে ফেলে দেয়। তাঁদের দুঃসময়ে যদি অন্তত, কাউন্সিলিং করানো, পাশে থাকা, খুলে বলতে পারা -এসবও যদি করানো যায়। " আক্ষেপ তখন ঝড়ে পড়ছে তাঁর গলায়।
'চন্দ্রবিন্দু'র উপল অল্প কথায় বললেন, " খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে। এতটুকুও মন ভাল নেই। শিল্পী হিসাবে চন্দ্র তো অন্যরকম ছিল, এটা বেশ ভালভাবে টের পেয়েছিলাম। গুণী মানুষ। মঞ্চে চন্দ্র-র পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছি একধিকবার। সৃজনশীল ছিল বেশ। ওদের ব্যান্ড 'গোলক'-এর নতুন অ্যালব্যামের কভার ডিজাইন করার অনুরোধ করেছিল আমাকে। রাজি হয়েছিল। কেমন হবে সেই ভাবনা ছিল চন্দ্রের। ওর সঙ্গে সেই সময়ে দীর্ঘ আলোচনাতে বুঝেছিলাম অদ্ভুত একটা সৃজনশীল মন রয়েছে ওর। স্পষ্ট ধারণা রয়েছে। বারবার আঁকতে হচ্ছিল, কারণ চন্দ্রের ভাবনার সঙ্গে মিলছিল না। এতে কিন্তু রাগ হয়নি আমার, বরং ভাল-ই লেগেছিল। 'গোলক'-এর অনেকগুলো গানে বেস লাইন বাজিয়েছিল, আমি শুনেছি। খুব ভাল লেগেছিল। মিস করব ওকে। "
'ভূমি' খ্যাত সৌমিত্র রায় নিজস্ব ছন্দে বলে উঠলেন, "এই বিষয়ে কী বলব, কীভাবে বলবে সেটাই জানি না। ভীষণ খারাপ লাগছে। খুব মিষ্টি ছেলে ছিল চন্দ্র। হইচই করে আড্ডা মারত, হা হা করে হাসতে পারত। আমার থেকে অনেকটাই ছোট। শিল্পী হিসাবেও গুণী ছিল। একাধিকবার ওর পারফরম্যান্স দেখেছি। জানি না, কেন এমন করল? সত্যিই কি আর কোনও উপায় ছিল না। আমি সত্যিই জানি না। চন্দ্রর সঙ্গে গত কয়েক বছর একেবারে যোগাযোগ ছিল না। টুকটাক খবর পেতাম, এইটুকুই। সত্যিই মন খুব খারাপ, এতটুকুও ভাল নেই। এত মিষ্টি একটা ছেলে..."
#Chandramoulibiswas#Sidhu#SurojeetChatterjee#Soumitraroy#Upalsengupta#Cactusbengaliband#Bhumibengaliband#Chandrabindu
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
Breaking: মালায়লি পরিচালকের ছবিতে পূষণ, সমাজের কোন লুকোনো সত্যি ফুটিয়ে তুলবেন গল্পে! থাকছে আরও চমক...
Exclusive: প্রাক্তনের সঙ্গে ছবিতে সুমনের গান জুড়লেন সৃজিত, শিল্পীর নাম ছাড়াই! দেখেশুনে কী বললেন ‘নাগরিক কবিয়াল’? ...
Breaking: খেয়ালির প্রেমে হাবুডুবু আরেফিন? কতটা জমবে টলিপাড়ায় নতুন জুটির রসায়ন!...
মিথিলার সঙ্গে দূরত্ব বাড়ার মাঝেই সৃজিত ফিরলেন পুরনো প্রেমে! ছবি পোস্ট করে কী লিখলেন পরিচালক?...
মান-অভিমানের পালা শেষ, শাহরুখের কায়দায় অঙ্কিতাকে রোমান্টিক গান শোনালেন সৌম্যজিৎ! জবাবে এ কী করলেন পর্দার 'জগদ্ধাত...
রাহুল গান্ধীকে ‘গাধা’ বলে খোঁচা পরেশ রাওয়ালের? ‘বাবু ভাইয়া’র কাণ্ড দেখে শুরু হইচই...
রিতেশ দেশমুখকে বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ! স্ত্রী থাকতেও কেন এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন 'বাদশা'?...
অভিনব কায়দায় মেয়ের নাম জানালেন মাসাবা, সেই নামের অর্থ জানেন কি? ...
‘ফসিলস’-এর প্রাক্তন চন্দ্রমৌলীর মৃত মুখ কেন দেখতে চান না? কারণ জানালেন রূপম...
সন্তু মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী, বিষাদ-আকুতির আতর ছড়িয়ে বাবাকে খোলা চিঠি মেয়ে স্বস্তিকার ...
জনপ্রিয় বাংলা ব্যান্ডের প্রাক্তন সদস্যের চরম পদক্ষেপ, বাড়ি থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ...
অজয় দেবগণকে প্রকাশ্যে কটাক্ষ, একই ব্যাপারে ভাগ্নে আমনের দিলখোলা প্রশংসা সলমনের! ব্যাপারটা কী?...
অমিতাভের একটি মন্তব্যে শেষ হয়েছিল মুকেশ খান্নার কেরিয়ার? বিস্ফোরক 'শক্তিমান'!...
পরিচালক অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন দেব-রুক্মিণী, চোখে জল নিয়ে মন্ত্রোচ্চারণ কিঞ্জল নন্দর ...
২৫ বছর পর ফের একসঙ্গে অক্ষয়-তাবু! 'ভূত বাংলা'য় তিনি নায়িকা না 'অশরীরী'?...