শুক্রবার দোল। গোটা বাংলা মাতবে রঙের উৎসবে। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ জেলায় জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে গরম। তবে রাতের দিকে এখনও মনোরম আবহাওয়া থাকছে। যা আর কিছুদিন বজায় থাকবে।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দোলের দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
3
6
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২–৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ দিনে কোনও বড় পরিবর্তন হবে না। সেইসঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতা।
4
6
হাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। শনি থেকে সোমবার পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
5
6
উত্তরবঙ্গে অবশ্য শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
6
রবি ও সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ।