আজকাল ওয়েবডেস্ক: শীতের তার, তায় আবার ছুটির দিন। রাতে সপরিবারে ‘ডিনার’ সারবেন, পরিকল্পনা ছিলই আগে থেকে। আর ঠিক সেই কারণেই পছন্দের  'গ্রিল ফিস’ তৈরি করবেন বলে ভেবে রেখেছিলেন। সমুদ্রতীরের একজন বিক্রেতার থেকে কয়েকটি মাছ কিনে পরিষ্কার করে গ্রিল করতে গিয়ে একেবারে চক্ষু চড়কগাছ। দেখালেন, মাছের নাকি রয়েছে একেবারে হুবহু মানুষের মতো দাঁত।


ঘটনাস্থল ব্রাজিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রাজিলের পওলা পারিবারিক নৈশভোজের জন্য পছন্দের মাছ গ্রিল করতে গিয়েই এই অদ্ভুত ঘটনার মুখোমুখি হন। 

সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অন্যদের সঙ্গে। ঠিক কী জানিয়েছেন? জানিয়েছেন, ওই মাছ কিনে আনার পর পরিস্কার করতে গিয়ে দেখেন মাছের দাঁত, যা হুবহু মানুষের মতো। শুধু দাঁত নয়, মাছের মুখে মানুষের মতো মাড়িও রয়েছে। তিনি মোট তিনটি মাছ কিনেছিলেন, তবে একটি মাছের মধ্যেই এই বিষয়টি লক্ষ করেন তিনি।

যদিও এই অদ্ভুত ঘটনা লক্ষ করার পরেও, তাঁর পরিবারের লোকজন ওই মাছ গ্রিল করে খেয়েছেন। যদিও এসব দেখার পর, তিনি নিজে আর ওই মাছ খেতে পারেননি। সামুদ্রিক জীববিজ্ঞানী জোয়াও গাসপারানি ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এই মাছের শেলফিস শিকার করার মতো দাঁত রয়েছে। এই মাছের দৈর্ঘ্য ৩৫ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং ওজন ৩৫ পাউন্ড পর্যন্ত হতে পারে।