আজকাল ওয়েবডেস্ক: সন্তান ধারণের ক্ষমতা থাকে না একাংশের মহিলার। বিজ্ঞানের হাত ধরে আধুনিক যুগে সেই ইচ্ছেও পূরণ হচ্ছে অনেকের। পাশাপাশি লোকমুখে শোনা নানা টোটকাও মেনে চলেন কেউ কেউ। তেমনই লোকমুখে শোনা যায়, বালিশের তলায় ছোট্ট একটি পাথর রাখলেই অন্তঃসত্ত্বা হবেনই। তবে যে-সে পাথর। এই পাথর শুধুমাত্র একটি পাহাড়েই পাওয়া যায়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাথরটি পাওয়া যায় পর্তুগালে। নর্দার্ন পর্তুগালের একটি পাহাড়ে পাওয়া যায় ছোট ছোট ওই পাথর। যা স্থানীয়রা বলেন, 'বার্থিং স্টোন'। রহস্যময় এই পাহাড়কে অনেকেই বলেন 'মাদার রক'। স্থানীয়দের বিশ্বাস, এই পাহাড়ের চূড়ায় একমাত্র পাওয়া যায় 'বার্থিং স্টোন'। রহস্যজনকভাবে এই পাহাড়েই ছোট ছোট পাথরের জন্ম হয়। ২ থেকে ১২ সেন্টিমিটারের এই ছোট পাথরগুলি এই পাহাড়েই পাওয়া যায়। যা বালিশের তলায় রেখে ঘুমালেই অন্তঃসত্ত্বা হওয়া যাবে। 

স্থানীয়রা জানিয়েছেন, এগুলো ৩০০ মিলিয়ন বছরের পুরনো। দূরদূরান্ত থেকে আজও পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। হাতেনাতে ফলাফল দেখেছেন অনেকেই। বিজ্ঞানীরাও এই পাহাড়ের রহস্য ভেদ করতে পারেননি। 'বার্থিং স্টোন' আগে বিক্রিও হত পতুর্গালে। তবে পরে সেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পর্যটকরা এই পাহাড়ের চূড়ায় উঠে 'বার্থিং স্টোন' সংগ্রহ করতে পারেন।