শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের চালু করা ই-টেন্ডারিং ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী কেনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শুক্রবার মুর্শিদাবাদ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য মহম্মদ তৌহিদুর রহমান। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। বিষয়টি খোঁজ নিয়ে তারপরে বিস্তারিতভাবে বলতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
মুর্শিদাবাদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে জেলার বেশ কিছু মানুষকে কম্বল প্রদান করার জন্য সম্প্রতি জেলা পরিষদ একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর গত ৩ জানুয়ারি ২৬০০টি কম্বল কেনার জন্য জেলা পরিষদের তরফ থেকে একটি 'কোটেশন' আহ্বান করা হয়। রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও সামগ্রী কিনতে হলে তা ই-টেন্ডারিং পদ্ধতির মাধ্যমে কিনতে হয়। ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও জিনিস কিনলে ক্রয় সম্পর্কিত তথ্যাদি ইংরেজি এবং বাংলা খবরের কাগজ এবং রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হয়।।
তৌহিদুরের অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ২৬০০ কম্বল কেনার জন্য ৯.৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে গোটা প্রক্রিয়াটি ই-টেন্ডারিং ব্যবস্থার মাধ্যমে না করে 'কোটেশন' ডেকে আব্বাসউদ্দিন শেখ নামে এক ব্যক্তির সংস্থাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে।'' তাঁর আরও অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ৩ জানুয়ারি এই 'কোটেশন' আহ্বান করা হয়। মাঝে ৪ এবং ৫ তারিখ শনি ও রবিবারের জন্য জেলা পরিষদে ছুটি ছিল। ৬ তারিখে 'কোটেশন' জমা দেওয়ার শেষ দিনই আব্বাসউদ্দিনের সংস্থা 'কোটেশন' জমা দেয়। সেদিনই তাঁকে কম্বল সরবরাহ করার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়া হয় জেলা পরিষদের তরফ থেকে।'' তিনি বলেন, ''গোটা বিষয়টি আমরা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার তথা জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করছি তিনি ব্যবস্থা নেবেন।''
কম্বল বিতর্কে রুবিয়া সুলতানা বলেন, ''মাঝে কয়েকদিন আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তাই কম্বল কেনার বিষয়টি আমার ঠিক জানা নেই। খোঁজ নিয়ে আমি বলতে পারব।''
অন্যদিকে, কম্বল সরবরাহকারী সংস্থার তরফে আব্বাসউদ্দিন শেখ বলেন, ''জেলা পরিষদের তরফ থেকে আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছিল আমি তেমনভাবেই কাজ করেছি। 'কোটেশন'-এর শর্ত মেনে ইতিমধ্যে আমি জেলা পরিষদের কম্বল সরবরাহ করে দিয়েছি। আশা করছি দ্রুত তার টাকা পেয়ে যাব।''
#Murshidabad#MurshidabadZillaParishad#ZillaParishad#ETender
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার যুবক ...

মুর্শিদাবাদের সাঁকোপাড়া হল্ট স্টেশনে রেল অবরোধ, বিপর্যস্ত ট্রেন পরিষেবা ...

সাগরের ঘোড়ামারার কাছে ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশি...

মেহগনি গাছের কাঠ দিয়ে স্কুটি বানিয়ে তাক লাগালেন চাকদহের এই ব্যক্তি...

সপ্তাহান্তে এই শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল, ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা...

শহরে ফের দুর্ঘটনা, আরজিকরের সামনে মহিলাকে পিষে দিল বাস, এলাকায় চাঞ্চল্য...

তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ, ১০ পুর সদস্যকে কলকাতায় তলব রাজ্য নেতৃত্বের...

মুর্শিদাবাদে স্কুলের মধ্যে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার ম্যানেজিং কমিটির সভাপতি...

ত্রিবেণী কুম্ভমেলার সাফল্য কামনায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী- রাজ্যপালের...

নির্বিচারে গাছ কেটে 'প্লটিং'-এর কাজ! তড়িঘড়ি বাগানে পৌঁছে সাফ কথা জানিয়ে দিলেন বিধায়ক, কী বললেন জানেন? ...

মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম জামবাদের দেবদত্তা...

আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল সোনার দোকান, জখম তিন কর্মী ...

বিএসএফ-এর পোষাকে নকল বন্দুক নিয়ে পাচারের চেষ্টা, মোষ-সহ আটক তিন ...

মেয়ের জন্মদিন পালনের টাকাটুকুও নেই, অন্যের বাড়ির টিভি, ঘটি-বাটি চুরি করল যুবক, শেষ পর্যন্ত যা হল পরিণতি...

দুর্ঘটনার কবলে কনভয়ে, আহত মহিলা নিরাপত্তারক্ষী, কেমন আছেন অনুব্রত?...