শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

BJP leadership failed to fulfil their target in Hooghly district

রাজ্য | অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি

AD | | Editor: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৪Abhijit Das


মিল্টন সেন: বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হল না হুগলি সাংগঠনিক জেলা বিজেপির। যদিও অন্যান্য রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহের অভিযান শুরু হয়েছিল অনেক আগেই। আরজি কর-কাণ্ডের কারণে পশ্চিমবঙ্গে সেই অভিযান শুরু হতে দেরি হয়েছিল। গত ২৭ অক্টোবর ২০২৪ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এক বৈঠকে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন। তারপর ২৮ অক্টোবর থেকে এই রাজ্যে শুরু হয়ে যায় সদস্য সংগ্রহ অভিযান। 

অপরদিকে, বিজেপি জেলা সভাপতি হওয়ার দৌড়ে জেলার একাধিক নেতা। প্রতিনিয়ত বেড়ে চলেছে সভাপতি পদে দাবিদারদের সংখ্যা। ক্রমশ লম্বা হচ্ছে নামের তালিকা। এখনও পর্যন্ত জেলা থেকে কমবেশি ৪৮ জন নেতা সভাপতি হওয়ার দৌড়ে সামিল হয়েছেন।  পরিস্থিতি সামাল দিতে শুক্রবার হুগলিতে কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন সাগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত পুরুলিয়ার সাংসদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। চুঁচুড়া মল্লিক কাশেম হাট সংলগ্ন শুভম লজে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলার পর্যবেক্ষক মনোজ পান্ডে, জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার-সহ সমস্ত মণ্ডলের কার্যকর্তারা।  যদিও অঘোষিত ভাবে সদস্য সংগ্রহের কর্মসূচিকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। তার মধ্যে হয়তো জেলা সভাপতি পদের দাবিদার আরও বাড়বে। 

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক সাংগঠনিক জেলা বিজেপিকে ৩ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ মাত্রা স্থির করে দেওয়া হয়েছিল। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল সাংগঠনিক জেলায় তিন হাজার করে সক্রিয় সদস্য করার। পাশাপাশি সাংগঠনিক জেলা বিজেপির প্রত্যেক পদাধিকারীকে এককভাবে ১০০টি সদস্য সংগ্রহ করা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল। পরে সেই লক্ষমাত্রাকে কমিয়ে এক লক্ষ করা হয়। এবং এককভাবে পদাধিকারীদের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা কমিয়ে ৫০ জন করে দেওয়া হয়। 

পদাধিকারীরা সকলেই তাঁদের নিজস্ব টার্গেট পূরণ করেছেন। ফলে জেলায় বর্তমানে মূল সংগঠন, যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, সংখ্যালঘু মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা-সহ ডাক্তার, আইনজীবী, আইটি নিয়ে প্রায় ৪৫৯ জন পদাধিকারী রয়েছেন। সেক্ষেত্রে প্রত্যেক পদাধিকারীর ১০০ করে ধরলে ৪৫ হাজার ৫৯০ জন সদস্য সংগ্রহের কাজ দ্রুত শেষ হয়েছে। সমস্যা তৈরি হয়েছে সার্বিকভাবে গোটা সাংগঠনিক জেলার লক্ষমাত্রায় পৌঁছনো নিয়ে। কোনও ভাবেই সেই লক্ষমাত্রার কাছাকাছিও পৌঁছতে পারছিল না হুগলি জেলা বিজেপি। এর মধ্যে নির্ধারিত ৩১ ডিসেম্বরকে বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়। এদিন শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ৭৯ দিনে জেলা বিজেপি মাত্র ৭৮ হাজার ৯৪৫টি সদস্য সংগ্রহ করতে পেরেছেন। পাশাপাশি তিন হাজার সক্রিয় সদস্য সংগ্রহের ক্ষেত্রেও বিশাল খামতি। ১০ জানুয়ারি পর্যন্ত জেলা বিজেপি অফিসে আসা সক্রিয় সদস্যের ফর্মের সংখ্যা মাত্র ৮৭৫টি। কিন্তু পদাধিকারী সকলে অনেক আগেই ১০০ জনের বেশি সদস্য সংগ্রহ করে ফেলেছেন। ফলে দলে তাঁদের পদ টিকে থাকবে এটাই স্বাভাবিক। এর আগে ২১ ডিসেম্বর পাণ্ডুয়ার বৈঠকে ক্ষুব্ধ মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ''সদস্য সংগ্রহ লক্ষমাত্রার তুলনায় অনেক কম হয়েছে।'' লক্ষমাত্রা ছিল তিন লক্ষ। তখনও পর্যন্ত মাত্র ৫১ হাজার সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে হুগলি জেলা বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সক্রিয় সদস্য সংগ্রহের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। তিন হাজারের পরিবর্তে সক্রিয় সদস্য হয়েছে মাত্র ৩৬৩ জন। এর জন্য দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছিলেন মহাগুরু।

বিজেপি দলের ক্ষেত্রে এক একটি লোকসভা কেন্দ্রকে সাংগঠনিক জেলা হিসেবে ধরা হয়। এক্ষেত্রে গত ২০২৪ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ১৫ লক্ষ ১৭ হাজার ৫১১ জন ভোটার। কিন্তু লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা সেই তুলনায় অনেকটাই বেশি। তাও ভোটদাতাদের মাত্র ৭ শতাংশেরও কিছু কম সদস্য সংগ্রহ করার লক্ষমাত্রা স্থির করে দেওয়া হয়েছিল। বিজেপি কর্মীদের অভিযোগ, জ্যোতির্ময় বাবু সংগঠন মজবুত করার কথা বললেও গোষ্ঠীদ্বন্দ্ব আগের জায়গাতেই রয়েছে। কার্যকর্তারা সবাই বর্তমানে নিজেদের টার্গেট সম্পূর্ণ করে জেলা সভাপতি হওয়ার দৌড়ে সামিল হয়েছেন। কারণ, জেলার টার্গেট পূরণ হলে সভাপতি তুষার বাবুই থেকে যাবেন। তাই সেটা তাঁরা কোনও ভাবেই হতে দেবেন না। 
ছবি পার্থ রাহা।


#Hooghly#BJP



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কাঁকড়া ধরতে গিয়ে এবার সুন্দরবনে জলদস্যুদের কবলে পড়লেন মৎস্যজীবীরা, তারপর কী হল.‌.‌.‌...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার যুবক ...

মুর্শিদাবাদের সাঁকোপাড়া হল্ট স্টেশনে রেল অবরোধ, বিপর্যস্ত ট্রেন পরিষেবা ...

সাগরের ঘোড়ামারার কাছে ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশি...

মেহগনি গাছের কাঠ দিয়ে স্কুটি বানিয়ে তাক লাগালেন চাকদহের এই ব্যক্তি...

শহরে ফের দুর্ঘটনা, আরজিকরের সামনে মহিলাকে পিষে দিল বাস, এলাকায় চাঞ্চল্য...

তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ, ১০ পুর সদস্যকে কলকাতায় তলব রাজ্য নেতৃত্বের...

মুর্শিদাবাদে স্কুলের মধ্যে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার ম্যানেজিং কমিটির সভাপতি...

ত্রিবেণী কুম্ভমেলার সাফল্য কামনায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী- রাজ্যপালের...

নির্বিচারে গাছ কেটে 'প্লটিং'-এর কাজ! তড়িঘড়ি বাগানে পৌঁছে সাফ কথা জানিয়ে দিলেন বিধায়ক, কী বললেন জানেন? ...

মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম জামবাদের দেবদত্তা...

আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল সোনার দোকান, জখম তিন কর্মী ...

বিএসএফ-এর পোষাকে নকল বন্দুক নিয়ে পাচারের চেষ্টা, মোষ-সহ আটক তিন ...

মেয়ের জন্মদিন পালনের টাকাটুকুও নেই, অন্যের বাড়ির টিভি, ঘটি-বাটি চুরি করল যুবক, শেষ পর্যন্ত যা হল পরিণতি...

দুর্ঘটনার কবলে কনভয়ে, আহত মহিলা নিরাপত্তারক্ষী, কেমন আছেন অনুব্রত?...



সোশ্যাল মিডিয়া



01 25