সংবাদ সংস্থা মুম্বই: গত ডিসেম্বর থেকেই খবরের শিরোনামে আল্লু অর্জুন। শুধুই 'পুষ্পা ২' -এর আকাশছোঁয়া সাফল্যের কারণে নয়। পাশাপাশি ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনা নিয়েও আইনি সমস্যার গেরোর মাঝে আপাতত আটকে এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। তবে এর মধ্যেই শোনা গেল সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে আল্লুকে! ফিসফাস, ছবিতে ছোট হলেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দর্শকের সামনে হাজির হবেন তিনি। সম্প্রতি, মুম্বইয়ের জুহুতে বনশালির বাড়িতে আল্লুর হাজির হওয়ার পর এই জল্পনা দানা বেঁধে আরও।
এইমুহূর্তে জোরকদমে চলছে সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এর শুটিং। ছবিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই উচ্চপদস্থ সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে রণবীর এবং ভিকিকে। আলিয়ার চরিত্রটি এক ক্যাবারে ড্যান্সারের। ২০২৪-এর নভেম্বর থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। ২০২৫-এর অক্টোবর পর্যন্ত দেশের নানা প্রান্তরে চলবে এই ছবির শুটিং। এই ১ বছরের মধ্যে ২০০ দিনের শুটিং করবেন আলিয়া এবং ভিকি। রণবীর অবশ্য ২০২৫-এর জুনের মধ্যে নিজের শুটিং সেরে ফেলবেন।
অন্যদিকে, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ন’বছর বয়সি সন্তানও। এই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন। নিম্ন আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। তারপরেই হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গিয়েছিলেন অল্লু অর্জুন জখম বালককে দেখতে।
