সংবাদসংস্থা মুম্বই: গত বছর সেপ্টেম্বরে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে বহুদিনের প্রেমে স্বীকৃতি দিয়েছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। বিয়ের পর এবার নতুন কাজে ফিরছেন অভিনেত্রী। অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে জুটিতে ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ দেখা যাবে অদিতিকে। 

 


বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে এগোবে গল্প। সেই সঙ্গে থাকছে সম্পর্কের টানাপড়েন, প্রেম ভাঙা-গড়া থেকে শুরু করে সম্পর্কের জটিলতা। চিত্রনাট্য ইমতিয়াজ আলির। পরিচালনায় সাজিদ আলি। এই সিরিজের মাধ্যমের প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন-অদিতি। 

 


জানা যাচ্ছে, আপাতভাবে সিরিজের নাম ঠিক হয়েছে 'ও সাথী রে'। এই মুহূর্তে চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। অর্জুন-অদিতি দুই তারকাই তাঁদের নতুন চরিত্র নিয়ে বেশ উত্তেজিত। সিরিজটি যে রহস্যপ্রেমী দর্শকের কাছে অন্য মাত্রায় নিয়ে যাবে তা নিয়ে আশাবাদী নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে সিরিজের। 

 


প্রসঙ্গত, ইমতিয়াজ আলি পরিচালিত শেষ ছবি ছিল অমর সিং চমকিলা। দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া অভিনীত সেই ছবি ওটিটি  ২০২৪-এ একাধিক পুরস্কার পেয়েছে। এবার ইমতিয়াজ আলি তাঁর নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন। আর সেই ছবিতে থাকবেন মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল ও তৃপ্তি দিমরি। ছবির নাম 'ইডিয়টস অব ইস্তানবুল'।