শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | নিজে হাতে রেঁধে ভক্তদের বিলোচ্ছেন অকাতরে, এমন 'মিষ্টি আশীর্বাদে' মহাকুম্ভে এবার নজর কাড়ছেন রাবড়ি বাবা

RD | ১০ জানুয়ারী ২০২৫ ১৩ : ০৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে এবার নজর কাড়ছেন রাবড়ি বাবা। আদতে তিনি শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর শ্রী মহন্ত। সকালে উঠে নিজে হাতেই রাবড়ি তৈরি করে মহন্ত। তারপর আশীর্বাদ হিসাবে কুম্ভে আসা ভক্তদের তা বিলিও করেন নিজেই। এমন মিষ্টি আশীর্বাদ পেয়ে বেজায় খুশি ভক্তকুল। 

রাত দু'টোর ঘুম থেকে উঠে স্নান, যোগব্য়ায়াম, ধ্যানের পর রাত আড়াইটের সময় রাবড়ি তৈরি শুরু করেন এই সাধু। তারপর ভোগ হিসাবে সেই রাবড়ি ঈশ্বরকে নিবেদন করেন। সকাল আটটা বাজলেই ভক্তদের জন্য আশীর্বাদ রূপে শুরু হয় সেই রাবড়ি বিলি। রাত নটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই রাবড়ি তৈরি ও বিলির প্রক্রিয়া জারি থাকে। নিজে হাতেই সব করেন রাবড়ি বাবা। 

কেন এমন ভাবনা সাধুর? রাবড়ি বাবা বলেন, "কোনও বাড়তি প্রচারের জন্য নয়, বরং আত্মাকে পরমেশ্বরের সঙ্গে এবং পরমেশ্বরকে চূড়ান্ত সিংহাসনের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই আমার এই উদ্য়োগ।" সাধুর দাবি, ২০১৯ সালে থেকেই রাবড়ি বিলির ধারনাটি তাঁর বিবেচনায় ছিল। সেই সয়য় প্রায় মাস দেড়েক ভক্তদের মিষ্টি বিতরণ করেছিলেন সাধু, যা বহু মানুষের হৃদয় জয় করেছিল। সেই অভিজ্ঞতার পর আনন্দের সঙ্গে রাবড়ি বিলির সিদ্ধান্ত নেন ওই সাধু। যা করছেন এবারের কুম্ভ মেলাতেও।

কুম্ভে হাজির মহন্তের মতে, এটি কোনও প্রচার স্টান্ট নয়। বরং দেবী মহাকালীর আশীর্বাদে অনুপ্রাণিত একটি ঐশ্বরিক কাজ। মহাকুম্ভে উপস্থিত সকলকে উষ্ণ আমন্ত্রণ জানিয়ে রাবড়ি বাবা জানান যে, তাঁর তৈরি রাবড়ির মিষ্টি স্বাদ গ্রহণের জন্য সকলকে স্বাগত। রাবড়ি বাবার কথায়, "হাজার হাজার মানুষ এই রাবড়ির স্বাদ গ্রহণ করছে। আমার মাথায় এই ধারনাটি ২০১৯ সালে এসেছিল। মানুষের আশীর্বাদে আমি শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর শ্রী মহন্ত হয়েছি। এই রাবড়ি প্রথমে কপিল মুনি, দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং তারপর জনগণের মধ্যে বিতরণ করা হয়।  এটি কেবল মানুষের সেবার জন্য, কোনও প্রচাররের জন্য নয়।"

এর আগে, উত্তরপ্রদেশের প্রতাপগড়ের একজন চা বিক্রেতা দীনেশ স্বরূপ ব্রহ্মচারী ওরফে "চা-ই ওয়ালা বাবা" মহাকুম্ভে পরিচিতি পেয়েছিলেন। যিনি গত ৪০ বছর ধরে সিভিল সার্ভিস প্রার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। দীনেশ স্বরূপ ব্রহ্মচারী কোনও কথা বলেন না এবং খাবার খাওয়া থেকেও বিরত থাকেন। এই সাধু প্রতিদিন কেবল দশ কাপ চা খেয়ে বেঁচে থাকবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের পথ দেখান।

১২ বছর পর মহাকুম্ভ উদযাপিত হচ্ছে। প্রায় ৪৫ কোটিরও বেশি ভক্ত এবার মহাকুম্ভে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মকর সংক্রান্তিতে কুম্ভ চলাকালীন, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে ভক্তরা পবিত্র স্নান করার জন্য সমবেত হবেন। মহাকুম্ভ শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

 


#RabriBaba#MahaKumbh2025#RabriBabaMahaKumbh



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

গৌরী লঙ্কেশ হত্যাকান্ডে আরও একজনকে জামিন দিল আদালত, প্রশ্নের মুখে বিচারপ্রক্রিয়া...

'আমরাও বড়লোক', বিশ্বের দামী বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা দুই ইনফ্লুয়েন্সারের, সফল হলেন কি?...

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু চলছে নাকি? মেলোডি মিম নিয়ে এবার সমাজমাধ্যমে মুখ খুললেন নরেন্দ্র মোদি...

এআই প্রযুক্তি কাজে লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত ভারত, সার্টিফিকেট দিলেন কোম্পানির সিইও ...

পুলিশের ছদ্মবেশে লুকিয়ে ছিল অপরাধী! ভুল ভাঙতে সময় লাগল ৩৫ বছর...

মানুষ এত নীচে নামতে পারে, টাকার মোহে স্ত্রীকে 'ধর্ষণে'র জন্য বন্ধুদের অনুমতি! সৌদিতে বসে সেই ভিডিও দেখতেন স্বা...

'হস্তক্ষেপের প্রয়োজন নেই', সমলিঙ্গে বিবাহের রায় পর্যালোচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট...

ভারতে প্রথম, চলতি মাসেই দেশের এই রাজ্যে কার্যকর হবে 'অভিন্ন দেওয়ানি বিধি' আইন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ...

একটি ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ১৯ বছর পুরনো খুনের মামলার কিনারা করল পুলিশ...

ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে বীভৎস দুর্ঘটনা, মৃত অন্তত ৪, ধ্বংসস্তুপে আটকে বহু প্রাণহানির আশঙ্কা...

ভাইঝির বিয়ে মেনে নিতে পারেননি, যে পথ বেছে নিলেন ব্যক্তি, প্রাণ যেতে পারত বহু মানুষের...

হাজার হাজার মানুষ ছিলেন টিকিট বিলির লাইনে, তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬...

দেশে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা! এইচএমপিভি নিয়ে কী বলছে হু?...

বিলাসবহুল ট্রেনের মধ্যেই রয়েছে জিম-স্পা, চড়লেই মুহূর্তে বদলে যাবে ভারতীয় রেল সম্পর্কে আপনার ধারণা...

রেগে আগুন! যুবককে শুঁড়ে তুলে শূন্যে ছুড়ল হাতি, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট বহু...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25