
বুধবার ২৮ মে ২০২৫
এক নারী হাতে তরোবারি। জোরকদমে মহড়া চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরাণী'র। নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঘোড়ায় চড়া শেখার পরে তিনি খোলা তরবারি হাতে। প্রশিক্ষণে গুরু প্রাজ্ঞ দত্ত। শ্রাবন্তীর সঙ্গে গা ঘামাতে দেখা গিয়েছে পরিচালককেও। সাক্ষী আজকাল ডট ইন।