আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে যতই রূপকথা লিখুক না কেন আফগানিস্তান, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই রশিদ খানদের নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড কি নামবে আফগানিস্তানের বিরুদ্ধে? জানা গিয়েছে, ইংল্যান্ডের শীর্ষ রাজনীতিবিদরা সেই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে ইসিবি-কে চিঠি দিয়েছে।
আফগানিস্তানে তালিবান শাসনে মহিলাদের প্রতি বৈষম্যের প্রতিবাদেই ম্যাচ বয়কটের কথা ভাবা হচ্ছে। যুক্তরাজ্যের ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব এই মর্মে চিঠি পাঠিয়েছেন।
সূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি ইসিবি-কে দেওয়া চিঠিতে লিখেছেন, ''আমরা ইংল্যান্ডের পুরুষ দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালিবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের উপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। আমরা এটাও অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করার কথা ভাবে।''
ইসিবির প্রধান গোল্ড উত্তরে বলেছেন, শুধু ইংল্যান্ড একা নয়, আইসিসির সব সদস্য দেশেরই একমত হওয়া উচিত এই বিষয়ে।
