আজকাল ওয়েবডেস্ক: পরিবহনের হাল বুঝতে পথে নামল দপ্তর। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ভর্ৎসনা করেন। এরপরেই সোমবার পথে নেমে সরেজমিনে পরিবহনের অবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী স্নেহাশিস। কথা বলেন যাত্রীদের সঙ্গেও।
এদিন দপ্তরের সচিব সৌমিত্র মোহনের সঙ্গে ধর্মতলা, সেক্টর ফাইভের পাশাপাশি চিংড়িঘাটায় গিয়ে পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি খোঁজখবর করেন মন্ত্রী। পাশাপাশি পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলিপ মণ্ডল গিয়েছিলেন ঠাকুরপুকুর ও জোকা এলাকায়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনেই কথা বলেন রাস্তায় বাস বা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে। তাঁদের সমস্যার কথা শুনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আশ্বাস দেন সমস্যা সমাধানের। বাসের সংখ্যা কম থাকার অভিযোগ পেয়ে স্নেহাশিস আশ্বাস দেন রুটে বাসের সংখ্যা বাড়ানোর। সেইসঙ্গে শাটেল পরিষেবায় অত্যাধিক ভাড়ার অভিযোগ শুনে মন্ত্রী আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার।
আইটি সেক্টরে যারা কর্মরত আছেন তাঁদের অনেকেই জানান, সরকারি বাস যথেষ্ট সংখ্যক না থাকায় তাঁদের বেশি ভাড়া দিয়ে অনলাইন বাস পরিষেবা নিতে হয় বা শাটেল গাড়ি ধরতে হয়। স্নেহাশিস আশ্বাস দেন সমস্যা সমাধানের।
