সংবাদসংস্থা মুম্বই: স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দীর্ঘ ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক বলি অভিনেতা গোবিন্দার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা পত্নী তাঁদের দাম্পত্য নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন। কোনও রাখঢাক না রেখেই বলে দেন, আজও তাঁরা একে অপরকে গালমন্দ করেন। বিয়ের এত বছর পরও যেন গোবিন্দাকে স্বামী বলে মনেই হয় না। ফিল্মি কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন গোবিন্দা। তবু কখনও ভুল বোঝাবুঝি তৈরি হয়নি এই জুটির মধ্যে।
জীবনের অনেক চাহিদা, শখ-শৌখিনতা গোবিন্দার জন্য ছেড়েছেন সুনীতা। মাঝেমধ্যেই তাঁদের বৈবাহিক জীবনের নানা অজানা মুহূর্তের কথা ফাঁস করেন সুনীতা। সম্প্রতি, তাঁর কথায় চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এখন নাকি আলাদা থাকেন তাঁরা। গোবিন্দা নাকি থাকেন না সুনিতার সঙ্গে!
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, তিনি এবং গোবিন্দা একে অপরের কাছাকাছি থাকলেও তাঁদের জীবনধারা কিছুটা আলাদা। তাঁর কথায়, "আমাদের দুটি বাড়ি আছে, আমাদের আবাসনের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং সন্তানরা আবাসনে থাকি, গোবিন্দা বাংলোয় থাকেন। সে যখন তার কাজের জন্য দেরি করে ফেরে, তখন বেশিরভাগ সময়ে সেখানে থাকে তখন আমাদের দু'জনের মধ্যে যোগাযোগ একটু কম হয়। কিন্তু ভালবাসা অটুট এখনও।"
