সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
AA | ০৬ ফেব্রুয়ারী ২০২৩ ২১ : ৩০Rishi Sahu
সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’।
জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
মিললেন তাঁরা মিললেন
আপাতত নাটক শেষ। আপাতত তাঁরা আবার এক। রবিবার প্রকাশ্যে এলেন আদিল খান দুরানি। সাংবাদমাধ্যমের সামনে ‘ব্যাক টু প্যাভিলিয়ন’। অর্থাৎ, তিনি আবার রাখী সাওয়ন্তের কাছেই ফিরে এসেছেন। একথা অবশ্য শনিবার রাখী জানিয়েছিলেন। এদিন তিনি খুশির আনন্দে কেঁদে ফেলেছিলেন। হঠাৎ কেন গায়েব হয়ে গিয়েছিলেন আদিল? কেনই বা সাংবাদিকদের সামনে আসছিলেন না? তাঁর জবাব, এসে কী বলতেন, রাখী ভুল? না, তিনি ভুল? তাঁর এসব বলার দরকারই ছিল না। তাই আসেননি। তারপরেই দাবি, তিনি কোনও দিন রাখীকে ছেড়ে যানইনি! বরাবর স্ত্রীর পাশেই
হাবির জন্মদিনের শুভেচ্ছায় রাইসুন্দরী
দেখতে দেখতে ৪৭ অভিষেক বচ্চন। রবিবার, ৫ ফেব্রুয়ারি ঘরোয়া ভাবে তাঁর জন্মদিন পালন হয়েছে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন হয়ে শ্বেতা বচ্চন, নভ্যা নভেলি নন্দা সবাই তাঁর প্রিয় অভিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তার মধ্যেও নজর কেড়েছে ঐশ্বর্য রাই বচ্চনের শুভেচ্ছা। অভিষেকের একটি মিষ্টি ছবি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, জন্মদিনের অনেক অনেক ভালবাসা। শুধু এই একটি দিন নয়। সারা জীবনের জন্য। বলিউডের বহু তারকাও এদিন অভিষেককে শুভেচ্ছা জানাতে
কিয়ারা ছেলের বউ! উত্তেজিত শাশুড়ি রিমা
বিমানবন্দরে পৌঁছে এমনই জানিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রার মা রিমা মালহোত্রা। তিনি বহু বৌমা কিয়ারা আদবানিকে নিয়ে ৪ ফেব্রুয়ারি শনিবার পৌঁছে গিয়েছেন জয়সলমীর। তার আগে তিনি জানিয়েছেন, কিয়ারাকে বাড়ির বৌ করে তিনি প্রচণ্ড খুশি। একই কথা শোনা গিয়েছেন সিদ্ধার্থের ভাই হর্ষদ মালহোত্রার থেকেও। তিনি সবিস্তার বিয়ের অনুষ্ঠান সম্পর্কে কিছুই বলতে চাননি। বদলে জানিয়েছেন, সময়মতো সবটাই জানা যাবে। আপাতত মালহোত্রা পরিবার উত্তেজনা, উৎ
সাহে ফুটছে।