মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
AA | ০৯ এপ্রিল ২০২৩ ২১ : ২৬Rishi Sahu
সামনেই কর্ণাটক নির্বাচন।
নির্বাচন কমিশনের তাই নতুন নিয়ম, নির্দিষ্ট পরিমাণের বাইরে অর্থ, সম্পদ থাকতে তা বাজেয়াপ্ত হবে। সেই অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন বিশিষ্টদের থেকে মোট ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। এই বিশেষ নিয়ম ২৯ মার্চ থেকে লাগু হয়েছে। সেই গেরোতেই ফেঁসেছেন বনি কাপুর। শনিবার কর্ণাটক সীমান্তে তাঁর গাড়ি থেকে ৬৬ কিলো ওজনের রুপোর বাসন বাজেয়াপ্ত করা হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ লক্ষ টাকা। আরও খবর, গাড়িটি চালাচ্ছিলেন হরি সিং। তাঁর সঙ্গে ছিলেন সুলতান খান। চালক মৌখিক স্বীকার করেছেন, রূপোর বাসন প্রযোজকের পারিবারিক।
আরও পড়ুন: Bollywood: এক বছর পরে ক্যামেরার মুখোমুখি, আনন্দে হাওয়ায় ডানা মেলেছেন সোনালি বেন্দ্রেজানা গিয়েছে, বাজেয়াপ্ত রুপোর বাসনের কোনও প্রাসঙ্গিক নথি ছিল না সিং বা খানের কাছে। তাই তাঁদের বিরুদ্ধে দাভাঙ্গের গ্রামীণ থানায় মামলা দায়ের হয়েছে। বনির গাড়িতে কী কী রুপোর বাসন ছিল? সংবাদমাধ্যমে প্রকাশ, রুপোর থালা, বাটি, চামচ, জলের মগ, গ্লাস ছিল। ঘটনা প্রকাশ্যে আসতেই বলিউডের প্রাথমিক ধারণা, চট করে এই সমস্যা থেকে রেহাই পাবেন না প্রবীণ প্রযোজকবনি কাপুর সম্প্রতি লাভ রঞ্জনের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। পাশাপাশি, অজয় দেবগন অভিনীত 'ময়দান' ছবির প্রযোজক তিনি। সব ঠিক থাকলে ছবিটি ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে, এই মুহূর্তে তিনি পারিবারিক সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত। বিষয়টির দ্রুত নিষ্পত্তি চেয়ে তিনি উপর মহলের সঙ্গে যোগাযোগ করছেন বলেও খবর।
সংবাদ সংস্থা, মুম্বই:।