আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত। সেই কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। নিরপেক্ষ ভেন্যুতে খেলবে টিম ইন্ডিয়া। ভারতের পাক মুলুকে না যাওয়া ক্রিকেটভক্তদের কাছে দুর্ভাগ্যজনক বলেই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসন।
প্রাক্তন অজি ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে, ''যেভাবে বিষয়টা গড়াল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে সবাই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চান।''
২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দীর্ঘ টালবাহানার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত–পাক মহারণ। খেলা হবে দুবাইয়ে।
ওয়াটসন বলেন, ''আইসিসি ইভেন্ট হোক বা অন্য কোনও প্রতিযোগিতা ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। এটা স্পেশ্যাল ইভেন্ট। অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রেক্ষিতেও বলা যায়, অ্যাশেজ দারুণ গুরুত্বপূর্ণ আমাদের কাছে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের মধ্যে। ভারত-পাকিস্তান দ্বৈরথও তেমনই। কোনও ক্রিকেট সমর্থকই তা মিস করতে চায় না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতের না যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার।''
ভারতের কথা মেনে রোহিতদের সব খেলা দুবাইয়েই রাখা হয়েছে। অংশ নেবে আট দল। তার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর বি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড।
