নিতিন গডকড়ীকে পাল্টা জবাব দেবের, ঘোষণা করেও কেন পিছোল ‘সিকন্দর’-এর প্রথম ঝলকের মুক্তি?

সংবাদসংস্থা মুম্বই: 

 

আরও পড়ুন
SIR In West Bengal Bengal CM Mamata Banerjee wrote letter to chief election commissioner

এসআইআর নিয়ে কমশনকে চিঠি মমতার

How to choose right hairstyle according to face shape to enchance look

মুখের গড়ন অনুযায়ী কীভাবে চুল কাটবেন?

নিতিন গডকড়ীকে পাল্টা জবাব দেবের 

বুধবার ছিল বড়দিন। আর অবশ্যই দেবের জন্মদিন। শুভেচ্ছাবার্তার ঢেউয়ে ভেসেছেন অভিনেতা-সাংসদ। দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। দেবকে 'শ্রী দীপক অধিকারীজি' সম্বোধন করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এবার নিতিন গডকড়ীর সেই পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে তাঁকে পাল্টা ধন্যবাদ জানালেন ‘খাদান’-এর নায়ক। লিখলেন, “ধন্যবাদ স্যার”।  সঙ্গে জুড়েছেন হাত জোড় করে নমস্কারের ইমোজি। 

 

কেন পিছোল ‘সিকন্দর’-এর প্রথম ঝলকের মুক্তি?

বৃহস্পতিবার মুক্তি পেল সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর'-এর প্রথম পোস্টার। অভিনেতার জন্মদিনের এক দিন আগেই। শুধু তাই নয়, এর পাশাপাশি 'সিকন্দর' সম্পর্কে আরও একটি বড়সড় ঘোষণা করেছিলেন খোদ সলমন। জানিয়েছিলেন আজ অর্থাৎ শুক্রবার তাঁর জন্মদিনের সকালে এই ছবির প্রথম ঝলকের ভিডিও মুক্তি পাবে। কিন্তু গতকাল রাতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াণের কারণে 'সিকন্দর'-এর প্রথম ঝলকের ভিডিও মুক্তি পিছোনো হল। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সমাজমাধ্যমে জানিয়েছেন, এই শোকের সময়ে এই ভিডিও মুক্তি করাটা বাঞ্ছনীয় বলে মনে করছেন না তাঁরা। তাই আজ নয়, বরং আগামীকাল অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ মুক্তি পাবে এই ভিডিও। 

 

সিদ্ধার্থকে নিয়ে হীনমন্যতায় বরুণ 


২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মলহোত্রা।  কিন্তু কেরিয়ারগ্রাফের দিকে তাকালে সিদ্ধার্থকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছেন বরুণ। কিন্তু জানেন কি, ওই প্রথম ছবির শুটিংয়ের সময় সিদ্ধার্থকে নিয়ে দারুণ হীনমন্যতায় ভুগতেন বরুণ? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা কবুল করেছেন তিনি। বরুণের কথায়, “সিদ্ধার্থ লম্বা-চওড়া ছিল। ও খুবই সুদর্শন। ছবিতে দু’জন নায়ক। সেই সময় আমার মনে হয়েছিল, ওকে তো অপূর্ব সুন্দর দেখতে।তাই দুই নায়কের ছবি হলেও দর্শক হয়ত ওকেই শুধু দেখবে। আমার দিকে ফিরেও তাকাবে কি না সন্দেহ আছে।”