আজকাল ওয়েবডেস্ক: ব্যাটে রান নেই। ধেয়ে আসছে সমালোচনার ঢেউ। বক্সিং ডে টেস্টে বিরাট কোহলির 
ব্যাটের দিকে তাকিয়ে সবাই। এই আবহে মেলবোর্নে নেমে বিমানবন্দরেই এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন কোহলি। 

এ তো গেল বিদেশের কথা। দেশের মাটিতেও সমস্যায় জড়িয়ে পড়ল বিরাট কোহলির রেস্তরাঁ।  আইনি নোটিশ দেওয়া হল তারকা ক্রিকেটারের রেস্তরাঁ  'ওয়ান ৮ কমিউন'কে। 

আগেও বিতর্কে জড়িয়েছেন বিরাটের রেস্তরাঁ। আরও একবার বিতর্কের কেন্দ্রে এই সংস্থা। বেঙ্গালুরুর বিখ্যাত চিন্নাস্বামী স্টেডিয়ামের অনতিদূরে অবস্থিত রেস্তরাঁটি। সংশ্লিষ্ট রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি দমকল বিভাগের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে রেস্তরাঁ চালিয়ে গিয়েছে এতদিন। অগ্নিনির্বাপন ব্যবস্থার নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হয়েছে। সেই কারণে বিরাটের রেস্তরাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে 
নোটিশ। 

ব্রুহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে এই নোটিস জারি করেছে। রেস্তরাঁটিকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া এতদিন কীভাবে তা চালানো হয়েছে, তাই জানতে চাওয়া হয়েছে নোটিশে।