সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
DEBKANTA JASH | ০৫ ডিসেম্বর ২০২৩ ০৯ : ১৯Debkanta Jash
আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কাছে ল্যান্ডফল করার কথা মিগজাউমের। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা পার করেছে ঘূর্ণিঝড়। নেল্লোর এবং মছলিপট্টনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে একের পর এক পোস্ট করেছে আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস রয়েছে, দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের সমান্তরালে উত্তরমুখী হয়ে এগোবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় অন্ধ্রের একাধিক এলাকায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও ক্ষেত্রে হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত। ইতিমধ্যেই ফুঁসছে সমুদ্র। বেড়ে গিয়েছে জলস্তর। উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে প্রশাসন।