নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের মাঝামাঝি বড় চমক দিয়েছিলেন সৃজিত। এক ঝাঁক তারকার ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’র কথা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির লুকও। এবার প্রকাশ্যে এল সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম পোস্টার। জানা গেল মুক্তির দিনক্ষণও।
সদ্য 'ফেলুদার গোয়েন্দাগিরি' নিয়ে হাজির হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এরপর বড়দিনের আগেই পরিচালকের আগামী ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই' নিয়ে বড় আপডেট পাওয়া গেল। প্রকাশিত হয়েছে তারকাখচিত এই ছবির প্রথম পোস্টার। যেখানে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা গিয়েছে। আর তাঁদের মাঝে রয়েছে ছুরির মতো কাঁটা দেওয়া বড় ঘড়ি। ২০২৫ সালের ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।
মোট ১৪ অভিনেতাকে নিয়ে ময়দানে নেমেছে সৃজিত। থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলাম ।
এবছর জুন মাসে কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী,সৌরসেনী মৈত্র,সুহোত্র মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর প্রথম ঝলক প্রকাশ পায়। যা দেখে বোঝা যায় প্রতিটি চরিত্রের মাধ্যমে সমাজের ভিন্ন ব্যক্তিত্বকে তুলে ধরেছেন পরিচালক। বিশেষত, সৌরসেনীর লুকে ধরা পড়ে বিশেষ পরিবর্তন। রাগান্বিত মুখে দেখা যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি নজর কাড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ও।
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাসু চট্টোপাধ্যায়ের হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’র উপর ভিত্তি করে নতুন এই ছবিটি পরিকল্পনা করেছেন পরিচালক। খুনের অভিযোগে অভিযুক্ত এক তরুণের, ভাগ্য নির্ধারিত হবে গল্পে। আপাতভাবে গল্প এতটা সোজা মনে হলেও ছবির পরতে পরতে রয়েছে ট্যুইস্ট। তবে সমাজের ভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা এই ছবিতে উঠে আসতে পারে বলে শোনা যাচ্ছে। প্রযোজনা সংস্থা এসভিএফ-এর ব্যানারে নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে সৃজিতের নতুন ছবি।
