আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরেই পরিবর্তন হতে চলেছে শীতের। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর গড় তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ফলে এবার হতে পারে উষ্ণতম শীতকাল। শুধু ভারতবর্ষের নয়, চিন এবং আমেরিকার বিস্তীর্ণ অংশেও এবার হতে চলেছে উষ্ণতম শীতকাল। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিনিয়তই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। গলছে বরফ। সমস্যায় পড়ছে সামুদ্রিক জীবরা। এর সঙ্গে তাল রেখে বদল হচ্ছে পৃথিবীর জলবায়ুর। গরমের পাশাপাশি এবার আর সেই শীতের শুরু থেকেই শীতের পরশ আর মিলবে না। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ০.৫৭ ডিগ্রি বেড়েছে পৃথিবীর গড় তাপমাত্রা। ফলে এর প্রভাব পড়বে সকলের ওপরেই। শীতকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে আগামী মরশুমে গরমের প্রভাব আরও বেশি করে পড়বে বলে আরও বেশি চিন্তিত পরিবেশবিদরাও। যেভাবে পৃথিবীর বিভিন্ন অংশে দূষণের মাত্রা বাড়ছে সেখানে এই পরিস্থিত হওয়া স্বাভাবিক বলেই মনে করেন বিজ্ঞানীরা।