সোমবার ১৭ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সমকামী বিয়ে, অভিভাবকরা বেঁকে বসতেই কড়া সবক অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের

RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কবিতা ও ললিতা (নাম পরিবর্তিত)। একে অপরকে ভালবেসে একসঙ্গেই বসবাস করছিল। কিন্তু, কবিতার বাবা মেয়ের সমলিঙ্গ সম্পর্ক মেনে নিয়ে পারেননি। অভিযোগ, জোর করেই কবিতার বাবা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়ের আপত্তি সত্ত্বেও তাঁকে জোর করে সেখানে কার্যত বন্দি করে রাখা হয়। পুলিশ কবিতাকে উদ্ধার করে একটি হোমে রেখেছিল। সেই হোম থেকেই কবিতা ফের ফেরে সঙ্গী ললিতার কাছে। কিন্তু রক্ষা পায়নি। ফের মেয়েকে ধরে নিয়ে যায় বাবা। এমনকি ললিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে কবিতাকে অপহরণের অভিযোগ তুলে মামলা করেন। পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। ঘটনা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার। সেই মামলারই রায় হয়েছে মঙ্গলবার।

বেঙ্গালুরু হাইকোর্টের নির্দেশ, সমকামী ওই দম্পতি একসঙ্গে থাকবেন। তাঁদের সঙ্গী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও নিশ্চিৎ করা হয়েছে। বিচারপতি আর রঘুনন্দন রাও এবং কে মহেশ্বরা রাওয়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সাবালোক ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ, সঙ্গী নির্বাচন ও বিয়ের সিদ্ধান্তে অভিভাবকরা জোর করে হস্তক্ষেপ করতে পারেন না।

গত এক বছর ধরে বিজয়ওয়াড়ায় একসঙ্গে বসবাস করছেন সমকামী ললিতা ও কবিতা। সমাজের চোখ রাঙানি ছিলই। মাথা ব্যথার কারণ হয় এই সম্পর্ককে কবিতার বাবা মেনে নিতে না পারা। ললিতার অভিযোগ, একদিন আচমকা জোর করেই তাঁর সঙ্গী কবিতাকে বাবা ঘর থেকে কার্যত তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখেন। 

এরপর কবিতা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ফলে বিষয়টি সামনে আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কবিতাকে তাঁর বাবার বাড়ি থেকে উদ্ধার করে। সহ্গী ললিতার সঙ্গে থাকার জেদ সত্ত্বেও কবিতাকে এরপর তাঁকে ১৫ দিনের জন্য একটি ওয়েলফেয়ার হোমে রাখে পুলিশ। এরপর গত সেপ্টেম্বরে  বাবার বিরুদ্ধে তাঁর সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে হয়রানির অভিযোগ দায়ের করেন কবিতা। হোম তেকে পুলিশের হস্তক্ষেপের পর কবিতা বিজয়ওয়াড়ায় সঙ্গী ললিতার কাছে ফিরে আসেন। কিন্তু কবিতাকে তাঁর বাবা আবার জোর করে নিয়ে যান। এমনকি ললিতার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করে মামলাও দায়ের করেন। 

সঙ্গী কবিতাকে ফিরে পেতে পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। কবিতার কৌঁসুলি, জাদা শ্রাবণ কুমার সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে হাইকোর্টে জানান যে, কবিতা দ্ব্যর্থহীনভাবে কবিতার সঙ্গেই বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাঁর পিতামাতার কাছে ফিরে যাওয়ার কোনও মত ছিল না। আদালতের নির্দেশে কবিতাকে মঙ্গলবার হাইকোর্টে হাজির করেছিল বিজয়ওয়াড়া পুলিশ। তিনি তাঁর সঙ্গীর সঙ্গে বসবাসের ইচ্ছার কথা আদালতে জানান।। এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, ললিতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত নয়। 

 


নানান খবর

নানান খবর

টুথপেস্ট ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত ব্রাশ, চরম পরিণতি তিন বছরের শিশুকন্যার

মহা-কৌশলী চন্দ্রবাবু নাইডু, হিন্দি ভাষা আরোপ বিতর্কে শ্যাম বাঁচিয়ে কূল রক্ষার মরিয়া চেষ্টা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর

বেরিয়েছিলেন ফোন নিয়ে, কী এমন ঘটাল বাঁদর! যা দেখে চোখ কপালে উঠল সকলের

বন্দে ভারত এক্সপ্রেস কম গতিতে কেন চালানো হচ্ছে, কারণ ফাঁস করলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী

পুলিশ সেজে ফোন, সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তারিতে ২০ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া