আজকাল ওয়েবডেস্ক:‌ সকালের ব্যস্ত সময়ে ফের বিঘ্ন মেট্রো পরিষেবা। সমস্যায় নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল বিঘ্নিত হল। আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চালানো হয়। জানা গেছে, পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। মেট্রো রেল সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়াররা পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন। দ্রুততার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। 
জানা গেছে এদিন সকাল ৮টা ৪০ নাগাদ সমস্যার সূত্রপাত। পার্ক স্ট্রিট মেট্রোর থার্ড লাইনে সমস্যা হচ্ছিল। ট্রাকশনে বিদ্যুৎ মিলছিল না। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। যদিও কিছুটা দেরিতে মিলছে মেট্রো।