আজকাল ওয়েবডেস্ক: ধুলিয়ানে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। পুলিশের সামনেই চলল বোমাবাজি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ড। পুলিশকে লক্ষ্য করে হয় বোমাবাজি। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ধুলিয়ান পুরসভার বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলামের সঙ্গে ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলমের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পারভেজ কংগ্রেসের টিকিটে পুরসভা নির্বাচনে জিতলেও মাস খানেক আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এরপর থেকেই এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরের ভাইয়ের একটি অডিও ক্লিপ ঘিরে সোমবার সকাল থেকেই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলর গোষ্ঠীর ঝামেলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। কিন্তু মধ্যরাতে নতুন বাজার এলাকায় কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যান গোষ্ঠীর লড়াই বেঁধে যায়। দু’পক্ষের সংঘর্ষের সময় এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ।
যদিও ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। পারভেজ আলম বলেন, ‘আমার বাড়িতে বোমাবাজি হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে।’
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ধুলিয়ান পুরসভার বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলামের সঙ্গে ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলমের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পারভেজ কংগ্রেসের টিকিটে পুরসভা নির্বাচনে জিতলেও মাস খানেক আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এরপর থেকেই এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরের ভাইয়ের একটি অডিও ক্লিপ ঘিরে সোমবার সকাল থেকেই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলর গোষ্ঠীর ঝামেলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। কিন্তু মধ্যরাতে নতুন বাজার এলাকায় কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যান গোষ্ঠীর লড়াই বেঁধে যায়। দু’পক্ষের সংঘর্ষের সময় এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ।
যদিও ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। পারভেজ আলম বলেন, ‘আমার বাড়িতে বোমাবাজি হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে।’
