আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে পাল্লা দিয়ে বাড়ে জিনিসপত্রের দাম। সোনার গয়না থেকে বিয়ের আসরের আয়োজন, পোশাক, খাওয়াদাওয়া, উপহার, বিয়ের অনুষ্ঠান মানেই বিপুল পরিমাণ অর্থ ব্যয়। যা ঘিরে বাড়তি দুশ্চিন্তায় থাকে বহু পরিবার। কিন্তু জানেন কি, এ যুগেও মাত্র ২০ টাকায় বিয়ের অনুষ্ঠান সেরে ফেলা সম্ভব? দেশের মধ্যেই রয়েছে এমন জায়গা। যেখানে মাত্র ২০ টাকা খরচ করলেই পছন্দের পাত্রী ঘরে নিয়ে যেতে পারবেন পাত্রের বাড়ির লোকেরা। কোথায় রয়েছে সেই গ্রাম?
ছত্তিশগড়ের গড়িয়া উপজাতিদের মধ্যে মাত্র ২০ টাকায় বিয়ে সেরে ফেলার চল রয়েছে এখনও। যুগ যুগ ধরেই এই নিয়ম জারি রয়েছে। ছত্তিশগড়ের বাটাগাঁও এলাকায় থাকেন গড়িয়া উপজাতির বাসিন্দারা। এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম ধরে এই রীতি তাঁরা পালন করেন। রীতি অনুযায়ী, কোনও পাত্রী পছন্দ হলে, তাঁর পরিবারকে মাত্র ২০ টাকা দিয়ে, তাঁকে বউ করে বাড়ি নিয়ে যেতে পারবেন পাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, কোনও কারণে বিয়ে ভাঙলে, সেই টাকা পাত্রের বাড়িতে ফেরত দিয়ে, তারপর মেয়েকে নিয়ে যেতে পারবেন কনেপক্ষ। এই বিয়ের আরও কিছু নিয়ম রয়েছে। যেমন বিয়ের আগে পাত্র-পাত্রীকে একটি ঘরে তিনদিনের জন্য বন্ধ করে রাখা হয়। এর মধ্যে তাঁরা দু'জন আরও মেলামেশা করতে পারেন। বিয়ের আগে আলাপ, পরিচয় হয়ে যায়।
গড়িয়া উপজাতির বাসিন্দারা আরও জানিয়েছেন, বহু আগে মাত্র ছ'টাকাতেও বিয়ে হয়েছে এই গ্রামে। এখন পাল্লা দিয়ে জিনিসের দাম বাড়ছে। অনেকেই বিয়ের জন্য ৫০০টাকাও খরচ করছেন। তবে কেউ যদি চান, তাঁরা ২০ টাকাতেও বিয়ে দিতে পারবেন।
