আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে প্যালেস্টাইনের গাজা উপত্যকার সর্বত্র হামাসের বিরুদ্ধে অপারেশন শুরুর ঘোষণা করেছে ইজরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি এবার ট্যাঙ্ক নিয়ে সেখানে ঢুকে পড়েছে দখলদার বাহিনী।
এ অভিযানে গাজা উপত্যকায় হামাসের একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সংগঠনটির প্রধান দাবি লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি করেন, ইজরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পেছনে জড়িত ছিলেন।
সেনাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরাল ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।’
একই তথ্য দেওয়া হয়েছে ইজরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে। এতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে।
গতকালের হামলায় ৭০০ প্যালেস্টাইনেকে হত্যা করে ইহুদি কর্তৃত্ববাদী ‘রাষ্ট্রটির’ সেনাবাহিনী।
এ অভিযানে গাজা উপত্যকায় হামাসের একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সংগঠনটির প্রধান দাবি লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি করেন, ইজরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পেছনে জড়িত ছিলেন।
সেনাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরাল ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।’
একই তথ্য দেওয়া হয়েছে ইজরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে। এতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে।
গতকালের হামলায় ৭০০ প্যালেস্টাইনেকে হত্যা করে ইহুদি কর্তৃত্ববাদী ‘রাষ্ট্রটির’ সেনাবাহিনী।
