রবিবার ১৬ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

Fake Test papers seized in Murshidabad

রাজ্য | নকল পরীক্ষার্থী, পরীক্ষায় টুকলি নয়, এবার মুর্শিদবাদে উদ্ধার জাল টেস্টপেপার

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি রাজ্যের একাধিক পরীক্ষায় নকল করা এবং প্রশ্নপত্রের উত্তর ফাঁস হওয়ার অভিযোগকে কেন্দ্র করে বহু বিতর্ক তৈরি হয়েছে। এবার চাঞ্চল্য ছড়াল নকল টেস্টপেপার উদ্ধারকে ঘিরে। মুর্শিদাবাদের সালার থানার পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে  এলাকারই একটি সংস্থার অফিসে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু নকল মাধ্যমিকের টেস্টপেপার। ইতিমধ্যেই টেস্টপেপারগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বইটির মূল প্রকাশনা সংস্থার তরফ থেকে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি বলে জানা গিয়েছে। 

বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষকদের একটি সংগঠনের তৈরি টেস্টপেপার মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কয়েক দশক ধরে বিপুল জনপ্রিয়।  সম্প্রতি সালার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, শিক্ষক সংগঠনের সেই টেস্ট পেপার নকল করে কলকাতা থেকে সালারে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এর পরেই পুলিশ ওই ট্রান্সপোর্ট কোম্পানির অফিসে হানা দেয় এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নকল টেস্টপেপার। 

পুলিশ সূত্রে খবর, শিক্ষক সংগঠনের ওই টেস্ট পেপার কলকাতার একটি নির্দিষ্ট প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়। অভিযোগ, সেই টেস্টপেপার প্রকাশিত হওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী তা জাল করে বিক্রি করছেন। 

এবিটিএ-র মুর্শিদাবাদ জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি বলেন, "৩ ডিসেম্বর আমাদের সংগঠনের টেস্টপেপার প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পাচ্ছি ইতিমধ্যেই আমাদের প্রকাশিত বই নিঃশেষ হয়ে গিয়েছে।" তিনি বলেন, "এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি আমাদের সংগঠনের প্রকাশিত বইয়ের সামনের পাতাটি এক রেখে অন্যত্র জাল বই ছাপাচ্ছেন।  জাল বইগুলোর ভিতরে ছাত্রছাত্রীদের সমাধান করার জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সঙ্গে আমাদের প্রশ্নপত্রের মিল আছে কি না জানা নেই। আমাদের সংগঠনের প্রকাশিত বইয়ের কাগজের গুণমান এবং জাল বইয়ের কাগজের গুণমানের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে।"

গৌতমবাবু আরও বলেন, "আমাদের টেস্টপেপারের দাম এই বছর ১৭৫ টাকা রাখা হয়েছে। কিন্তু আমরা খবর পাচ্ছি চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা জাল বই বেশি দামে বিক্রি করছেন। গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে।"


testpaperABTAMurshidabadMadhyamik

নানান খবর

নানান খবর

নওয়া পাড়ায় গ্যাস ট্যাঙ্কার উল্টে আতঙ্ক, এলাকায় জোরদার নিরাপত্তা

মাঠে পড়েছিল দু'টি বস্তা, আগ্রহী গ্রামবাসীরা সেগুলি খুলতেই হাড়-হিম! গ্রামজুড়ে আতঙ্ক

পাশের বাড়িতে তেজপাতা চাইতে গিয়েছিল, হোলিতে প্রতিবেশী দাদার যৌন লালসার শিকার নাবালিকা

হোলির রং তুলতে বন্ধুদের সঙ্গে ফিডার ক্যানেলে নেমেছিল, মুহূর্তের মধ্যে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

‘কী হয়েছে?’, যুবকদের ঝামেলার মাঝে প্রশ্নই করতেই ব্যক্তির দিকে চলল গুলি! চাঞ্চল্য মালদহে

জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের 

এত সুন্দর! হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

শ্রীরামপুরের বিধায়কের নাম-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, টাকা তোলার অভিযোগ!

ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া