শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ১০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সদ্য হাঁটতে শিখছে বাড়ির খুদেতম সদস্য। টলমল পায়ে ঘুরঘুর শোওয়ার ঘর থেকে বারান্দা, রান্নাঘর। টাল সামলাতে না পেরে হঠাৎ হঠাৎ ধপাস। খিলখিল হেসে উঠেও পড়ে তক্ষুনি। বাড়িময় একরাশ আনন্দ তাকে ঘিরেই।
টলমল পায়ে চলা একরত্তিকে সোজা হয়ে হাঁটতে শেখাবেন আপনিই। পড়ে যাওয়া, হোঁচট খাওয়া থেকে আগলে রাখবেন সযত্নে। ঠিক তেমন করেই ওর ভবিষ্যৎকে শক্ত জমিতে দাঁড় করানোর ভারও কিন্ত আপনারই। এগিয়ে চলার পথে আর্থিক সমস্যায় যাতে ও যাতে হোঁচট না খায়, ওর স্বপ্নগুলো যাতে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য আপনার আদরের সন্তানকে তৈরি করুন ছোট্টবেলা থেকেই। অল্পস্বল্প বুঝতে শেখার বয়স হলেই একটু একটু করে ওকে দিন আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার পাঠ।
কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন আপনার বাড়ির ছোট্ট সদস্যকে? বিশেষজ্ঞরা বলছেন, ছোটবেলা থেকে সাধারণ কিছু অভ্যাসই গড়ে দিতে পারে আপনার সন্তানের এক সাজানো গোছানো ভবিষ্যৎ।
কী কী করবেন তাহলে?
পরিস্থিতি বুঝতে শেখান – ধরা যাক, কোনও কারণে একটু আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আপনার পরিবার। স্কুলের ফিজ়, টিউশনের খরচ জুগিয়ে ছোট্ট সন্তানের আবদার মেটাতে বেশ অসুবিধেই হচ্ছে। ছোট বলে ওকে অন্ধকারে রাখবেন না, বরং বুঝিয়ে বলুন কেন ওর পছন্দের খেলনাটা এখন কিনে দিতে পারছেন না। একটু বড় হলে টাকাপয়সা নিয়ে আলোচনায় ওকে সামিল করুন। দেখবেন ও নিজেই পরিণত হতে শিখবে।
অকারণ খরচ এড়াতে শেখান – প্রয়োজন আর চাহিদার ফারাক ওকে ছোট্টবেলা থেকেই বোঝাতে পারেন একটু একটু করে। কোন জিনিসগুলো কেনা জরুরি আর কোনগুলো শখে কেনা, সেটা চিনিয়ে দিন। দেখবেন আস্তে আস্তে ও নিজেই বুঝতে শিখবে কোনগুলো বাড়তি বা অকারণ খরচ, সেগুলো এড়িয়ে যেতেও শিখবে।
সাধ্যের মধ্যে খরচের পাঠ – ছোট থেকেই ওকে বুঝতে দিন সাধ্যের মধ্যে খরচ করা জরুরি। ধরা যাক, দামি কোনও পুতুল বা গাড়ি কেনার বায়না করছে আপনার একরত্তি। সঙ্গে সঙ্গে সেটা কিনে দেবেন না। তার বদলে ওকে বলুন জন্মদিনে বা নানা উপলক্ষে পাওয়া টাকা জমিয়ে পছন্দের জিনিস কিনতে। তার জন্য ওর হাতে কত টাকা আছে, কত টাকা করে জমিয়ে কত দিনে জিনিসটা কেনা যাবে- তা হিসেব করতে শেখান। বেশি দামি গাড়ি বা পুতুলটার চেয়ে একটু কমদামি খেলনা কিনলে জমানো টাকায় কুলিয়ে যাবে কিনা, সেটাও নিজেকেই দেখতে বলুন। এতে সাধ্যের মধ্যে খরচ করার অভ্যাস হয়ে যাবে ছোট থেকেই।
বাজেট করতে শেখান – নিজের শখের জিনিস নিজের টাকায় কিনতে হলে বাজেট করা জরুরি। সেটা ছোট থেকেই অভ্যাস করিয়ে দিন। ওকে শেখান কী করে জমা-খরচের হিসেব রাখতে হয়। বড় হয়ে ও নিজেই বুঝবে এ অভ্যাস কতখানি কাজের।
নিজে রোজগার করতে দিন – ছোট্টবেলা থেকেই ওকে স্বনির্ভর করে তুলুন একটু একটু করে। বাড়ির লোক, কোনও আত্মীয় বা কোনও প্রতিবেশীর ঘরোয়া কোনও কাজ করে দিয়ে রোজগার করতে শেখান। ছেলেমেয়ে খানিকটা বড় হয়ে গেলে টিউশন পড়াতে উৎসাহ দিতে পারেন। টেন বা টুয়েলভ পাশ করার পরের ফাঁকা সময়টায় বসে না থেকে নানা ধরনের ইন্টার্নশিপ, ক্যাফে-রেস্তরাঁয় কাজ করতেও উদ্বুদ্ধ করতে পারেন। ছোট থেকেই ওর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে তৈরি হবে।
সঞ্চয়ী করে তুলুন – ধরা যাক ক্লাস ফাইভ থেকেই ছেলে বা মেয়ের হাতে প্রতি মাসে পকেটমানি দেন আপনি। সেই সঙ্গেই ওকে শেখান কী ভাবে তার সবটা খরচ না করে একটু করে জমিয়ে রাখতে হয়। দরকার হলে ব্যাঙ্কে একটা মাইনর অ্যাকাউন্ট খুলে দিন। মাসের শেষে বেঁচে যাওয়া টাকা ব্যাঙ্কে জমা দিতে নিয়ে যান ওকে। এতে ছোটবেলা থেকেই ওর নিজস্ব একটা সেভিংস যেমন তৈরি হবে, তেমনই সঞ্চয়ীও হতে শিখবে আপনার সন্তান।
ইনভেস্টমেন্টে উৎসাহ দিন – আপনার কিশোরবয়সী সন্তানকে আর্থিক বিনিয়োগ করতে শেখান। নানা রকমের গ্যারান্টিড রিটার্ন ইনভেস্টমেন্ট বা ফিক্সড ডিপোজিট, পিপিএফের মতো সুরক্ষিত বিনিয়োগে উৎসাহ দিন। এতে ও নিজের আর্থিক বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আগেভাগেই শক্তপোক্ত করে নিতে পারবে।
ভুল থেকে শিখতে দিন – দেখে শেখার চেয়ে ঠেকে শেখা সব সময়েই কাজ দেয় বেশি। আপনার সন্তানকে ছোট্ট ছোট্ট ভুল করতে দিন। তারপর ঠিকটা বুঝতে পারবে ও নিজেই। নিজের ভুল থেকে যে শিক্ষাটা ওর হবে, সেটা ওর জীবনের সম্পদ হয়ে উঠবে।
আর হ্যাঁ, ছোট্টবেলা থেকে হিসেবের খেলা বা মনোপলির মতো ইনডোর গেমও কিন্তু আপনার একরত্তিকে ভবিষ্যতের পাঠ দিতে পারে!
#ParentingTips #Parenting #Howtomakeyourchildfinanciallystrong
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নতুন ছবিতে একসঙ্গে রূপাঞ্জনা-সপ্তর্ষি, ফ্যাশন ফ্লোরে কোন চমক দিলেন গুরু আর শিষ্য?...
মুহূর্তে উধাও হবে ডার্ক সার্কেল, পড়বে না বলিরেখা! রান্নাঘরের সবচেয়ে সহজলভ্য এই সবজির ম্যাজিকেই ফিরবে ত্বকের জৌলুস ...
ওষুধের প্রয়োজন নেই, লিভার ভাল রাখতে এই ৫ পাতা একাই একশো! রোজ খেলে জব্দ হবে ফ্যাটি লিভার...
শুধু উপোস-কড়া ডায়েট নয়, এই সব নিয়মেই লুকিয়ে ওজন কমানোর আসল রহস্য! চটজলদি মেদ ঝরাতে জানুন ...
হাতে টাকা আসলেই বেরিয়ে যায়? নিয়মিত এই সব নিয়ম মানলেই রাতারাতি ভরবে পকেট, টাকার পাহাড়ে থাকবেন আপনি...
দিনকেদিন কেন বাড়ছে অনিদ্রার সমস্যা? এই সব নিয়ম মানলে বিছানায় শুলেই ঝটপট আসবে ঘুম...
৫০ পেরিয়েও নজরকাড়া মালাইকা, অভিনেত্রীর মতো যৌবন ধরে রাখতে চান? এই বিশেষ পানীয়তেই লুকিয়ে আসল রহস্য...
অফিস-বাড়ি সামলাতে নাজেহাল? এই ৫ কৌশলেই সহজে করতে পারবেন টাইম ম্যানেজমেন্ট...
খাবারেই রয়েছে কোলাজেন, নিয়মিত পাতে থাকলে অকালে বুড়িয়ে যাবেন না, যৌবন থাকবে অটুট...
শীতের আমেজে দিন রকমারি চায়ে চুমুক, এক নিমেষে চাঙ্গা হবে মন...
চা না কফি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী? না জেনে চুমুক দিলেই হতে পারে মারাত্মক ক্ষতি...
বয়স ১৫ হোক বা ৩৫, পাঁচ ঘরোয়া প্যাকের জাদুতেই জব্দ হবে ব্রণ, রাতারাতি ফিরবে ত্বকের জৌলুস...
ক্রমশ বাড়ছে সঙ্গমে অনীহা? জানুন কোন ভিটামিনের অভাবে কমে যৌন মিলনের ইচ্ছে...
রক্তে কোলেস্টেরল লেভেল কত হলে দূরে থাকবে হার্ট অ্যাটাক-স্ট্রোক? জানুন বয়স অনুযায়ী স্বাভাবিক এলডিএল-এইচডিএল মাত্রা কত ...
একেক রাস্তায় মাইল ফলকের রঙ এক-এক রকম কেন! ৯৯ শতাংশ মানুষ পারেননি উত্তর দিতে...