আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আশার আলো দেখতে পাচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটার মুখে। বেশ কয়েক মাসের বাগবিতণ্ডার পর অবশেষে আসন্ন হাই-প্রোফাইল টুর্নামেন্ট নিয়ে একটি স্বচ্ছ ছবি পাওয়া গেল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হাইব্রিড মডেলে সম্মতি দিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ার পর একটা দীর্ঘ সময় হাইব্রিড মডেলে সায় দেয়নি পিসিবি। কিন্তু শেষপর্যন্ত আইসিসির তৈরি মডেলে রাজি হয় পিসিবি এবং বিসিসিআই।
হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানের বিভিন্ন শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা হবে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে, দুটো ম্যাচই দুবাইয়ে হবে। কিন্তু নকআউট পর্বের আগে ভারত বিদায় নিলে, পাকিস্তানে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল। ভারতের ম্যাচ আয়োজন করতে না পারার জন্য কোনও ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তার বদলে, ২০২৭ সালের পর মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগে পিসিবি কর্তারা জানিয়েছিলেন, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পাকিস্তান। ভারত এবং শ্রীলঙ্কার যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা। এই বিষয়ে সরাসরি এখনও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আলোচনার মাধ্যমে একটা মধ্যস্থতায় এসেছে দুই দেশের বোর্ড।
